Poco Smartphone: পোকো এক্স৫ ৫জি (Poco X5 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ মার্চ, দুপুর ১২টায়। জানা গিয়েছে, এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। পোকো এক্স সিরিজের (Poco X Series Phone) এই ফোন তিনটি রঙে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন শেডে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। এই ৫জি ফোন বাজেট সেগমেন্টে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে পোকো এক্স৫ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পোকো এক্স৫ ৫জি ফোন যে ভারতে লঞ্চ হতে চলেছে তা নিশ্চিত করা হয়েছে সংস্থার ভারতীয় ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে সংস্থার ইউটিউব চ্যানেলে। শোনা যাচ্ছে, ভারতে পোকো এক্স৫ ৫জি ফোনের দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কমে। 


বাজেট স্মার্টফোন 


আইটেল (Itel) সংস্থা ভারতে হামেশাই বাজেট স্মার্টফোন (Budget Phone) লঞ্চ করে। এবার আইটেল সংস্থা তাদের 'এ' সিরিজের (Itel A Series) নতুন ফোন লঞ্চ করেছে। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ৬০ (Itel A60) মডেল। এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। তিনটি রঙে লঞ্চ হয়েছে এই ফোন। Dawn Blue, Vert Menthe, Sapphire Black- এই তিন রঙে কেনা যাবে আইটেল এ৬০ ফোন। সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি রিটেল আউটলেট থেকেও কেনা যাবে এই ফোন। 


ভারতের বাজারে মোটোরোলার নতুন ফোন


ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৭৩ ৫জি (Moto G73 5G) ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। Lucent White এবং Midnight Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৭৩ ৫জি ফোন। আগামী ১৬ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 


আসছে স্যামসাংয়ের দুই নতুন ফোন


চলতি বছরের শুরুর দিকেই লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ১৪ (Samsung Galaxy A14) ফোন। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A545G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) - এই দুই ফোন। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হবে আগামী ১৬ মার্চ। 


আরও পড়ুন- নতুন ২১টি ইমোজি আনছে হোয়াটসঅ্যাপ, অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য চালু রোলআউট