রানা দাস, পূর্ব বর্ধমান : ফের সিভিকের দাদাগিরি! কাটা গেল যুবকের আঙুলের অংশ! পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেল স্টেশনে হাড় হিম কাণ্ড! যুবকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ GRP-র সিভিকের বিরুদ্ধে। যুবককে বিশ্রামাগারে নিয়ে যাওয়ার চেষ্টা সিভিকের, অভিযোগ যুবকের। বিশ্রামাগারের কোলাপসিবল গেট ধরে প্রতিরোধ যুবকের। গেট ধরে থাকার সময় হাতে ভারী কিছুর আঘাত সিভিকের, অভিযোগ যুবকের। সিভিকের আঘাতেই আঙুলের সামনের অংশ কেটে যায়, দাবি যুবকের। জিজ্ঞাসাবাদের জন্য আটক অভিযুক্ত GRP-র সিভিক ভলান্টিয়ার। ওয়েটিং রুমে ঢোকানোর সময় কোনওভাবে আঙুল কেটেছে, দাবি জিআরপির-র। কী কারণে আঙুল বাদ গেল খতিয়ে দেখা হচ্ছে, বক্তব্য GRP-র। খবর ছড়িয়ে পড়তেই সমুদ্রগড় স্টেশনে বিক্ষোভ যাত্রী ও এলাকাবাসীর। সমুদ্রগড় স্টেশনে জিআরপি থানা নেই, কালনা থেকে যান GRP আধিকারিকরা। সন্দেহভাজন কাউকে আটক করা হলে বিশ্রামাগারে রাখা হয়। পরে বিশ্রামাগার থেকে ট্রেনে করে কালনা GRP-তে নিয়ে যাওয়া হয়। 

সমুদ্রগড়ে স্টেশনে সিভিকের 'দাদাগিরির' অভিযোগ। এক যুবকের আঙুলের অংশ কাটা গিয়েছে। যুবকের অভিযোগ, তাঁকে ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছিল ওই সিভিক। সেই সময় কোলাপসিবল গেট আঁকড়ে কোনওমতে নিজেকে আটকানোর চেষ্টা করেন যুবক। ওয়েটিং রুমে যেতে চাননি যুবক। কোলাপসিবল গেটে আটকে যায় যুবকের আঙুল। কিন্তু সেই অবস্থাতেই সিভিক ভলান্টিয়ার যুবককে নিয়ে টানা-হ্যাঁচড়া করতে থাকে। ভারী জিনিস দিয়ে যুবকের হাতে আঘাত করাও হয় বলে অভিযোগ করেছেন যুবক। এরপরই আঙুলের অংশ কেটে যায়। আপাতত জালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। কোনওভাবে তাঁর আঙুল জোড়া লাগানো যায় কিনা তার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। 

এই ঘটনায় ওই সিভিক ভলান্টিয়ার এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ। যুবক জানিয়েছেন, ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন তিনি। ট্রেন আসতে দেরি হওয়ায় মোবাইল দেখছিলেন নিজের মতো। আচমকাই একজন সিভিক ভলান্টিয়ার এসে তাঁর হাত থেকে ফোন কেড়ে নেয়। এরপর জোরজবরদস্তি যুবককে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই ঘটে অঘটন। জিআরপি- র তরফে জানানো হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই শোনা যায় সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরির খবর। এবার তেমনই এক ঘটনা ঘটেছে সমুদ্রগড় স্টেশনে। আদতে কী হয়েছিল তা জানার জন্য শুরু হয়েছে তদন্ত।