কোচবিহার: কাঁকসা, গলসির পর এবার কোচবিহারে 'দুয়ারে সরকার' (Duare Sarkar) ক্যাম্পে বিক্ষোভ (Agitation)। আবেদনের পরেও কোনও কাজ না হওয়ার অভিযোগে কাগজ ছুড়ে বিক্ষোভ দেখানো অভিযোগ উঠেছে। তবে খবর পৌঁছতেই তুফানগঞ্জে দুয়ারে সরকারের ক্যাম্পে বিক্ষোভ এই মুহূর্তে পুলিশের (Police) হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে।
উল্লেখ্য, ১ এপ্রিল থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচি। আগে পাঁচবার এই কর্মসূচি চালানো হলেও, এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মোট ৩৩টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। পরিষেবা প্রদানের কাজ শুরু হবে ১১ এপ্রিল। চলবে ২০ তারিখ পর্যন্ত। প্রথম পর্যায়ের জন্য রাজ্য জুড়ে প্রায় ১ লক্ষ ক্যাম্প করা হয়েছে।
কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্রের মতো পরিষেবার পাশাপাশি বিধবা ভাতা, OBC-দের স্কলারশিপ দেওয়ার প্রকল্প মেধাশ্রী, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই চারটি নতুন প্রকল্পের পরিষেবাও এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। এবার দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও ব্লক স্তর মিলিয়ে ৪৪ জন সিনিয়র আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। থাকছে ৪৭৩টি কন্ট্রোল রুম। রাজ্যস্তরে হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। এবার সব ক্যাম্পের বাইরেই থাকছে কমপ্লেন বক্স। সেখানে পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা জানাতে পারবেন উপভোক্তারা।
প্রসঙ্গত, পয়লা এপ্রিল রাজ্য সরকারের দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প (Camp) চলছে, সেখানেই বিদ্যুৎ দফতরের (Electricity Department) টেবিল উল্টে দিলেন তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। অভিযোগ, পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসার দুই বাসিন্দা আগের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছিলেন। ৫ মাস কেটে গেলেও, এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুন, হনুমান জয়ন্তীতে রাজ্য়ে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নির্দেশ হাইকোর্টের
শনিবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। ওইদিন ওই দুই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ক্যাম্পে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি কাজল শেখ এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর। বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। ধমক দেওয়া হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের। অভিযোগ, দুয়ারে সরকারে আবেদনের পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা। তাই 'দুয়ারে সরকারে'র কর্মসূচী চলার সময় বিদ্যুৎ ক্যাম্পের টেবিল উল্টে বিদ্যুৎ কর্মীদের তীব্র ধমক এবং ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতি। এই ঘটনা নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে।