সৌভিক মজুমদার, কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পি চিদম্বরমকে (P Chidambaram) ঘিরে বিক্ষোভ (Agitation)। কংগ্রেস নেতা চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ কংগ্রেসপন্থী আইনজীবীদেরই।


মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের হয়ে সওয়াল করায় চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ।


মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের হয়ে কেন সওয়াল চিদম্বরমের? এই প্রশ্ন তুলে সওয়াল কংগ্রেসপন্থী আইনজীবীদেরই। কলকাতা হাইকোর্টে মেট্রো ডেয়ারি-মামলা করেন অধীর চৌধুরী। তারপরেও কংগ্রেস নেতা চিদম্বরম কেভেন্টার্সের হয়ে সওয়াল করায় বিক্ষোভ কংগ্রেসপন্থী আইনজীবীদের। তৃণমূলের হয়ে দালালি করছেন চিদম্বরম, অভিযোগ কংগ্রেসপন্থী আইনজীবীদের।


‘এত বড় দুর্নীতি, তাও কেন জনস্বার্থ মামলা খারিজের আবেদন? বাংলার কংগ্রেস কর্মীরা চিদম্বরমকে নেতা বলতে মানতে নারাজ,’ কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধেই চড়া সুর কৌস্তভ বাগচীর।


গত বছর জলের দরে সিঙ্গাপুরের একটি সংস্থাকে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অধীর। তিনি অভিযোগ করেন, রাজ্যের ৪৭% শেয়ার নামমাত্র দামে বিক্রি করা হয়েছে। এই অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। শুনানিতে সিবিআই জানায়, আদালত নির্দেশ দিলে তারা তদন্ত করতে তৈরি। 


এরপর অধীর বলেন, ‘আদালত নির্দেশ দিলে সিবিআইকে তদন্ত কর‍তেই হবে। আদালতে আমি এটাই দাবি করেছিলাম যে পশ্চিমববঙ্গে মেট্রো ডেয়ারির একটা বড় কেলেঙ্কারি হতে চলেছে। কারণ মেট্রো ডেয়ারির যে সরকারি চেয়ার ছিল ৪৭ শতাংশ। সেটা বেসরকারি পুঁজিপতিকে বিক্রি করা হয়েছে সেটা মাত্র ৮৫ কোটি টাকায়। অথচ সেই বেসরকারি সংস্থা কেভেন্টার্স, যারা রাজ্যের থেকে ৪৭ শতাংশ শেয়ার কিনল। তাঁরা ১৫ শতাংশ সিঙ্গাপুরের সংস্থাকে বিক্রি করে রোজগার করল ১৩৫ কোটি টাকা। স্বাভাবিক ভাবে এই গোটা চুক্তির মধ্যে দুর্নীতির ছায়া রয়েছে। আমার মনে হয়েছে এর নিরপেক্ষ সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন। জলের দরে বেসরকারি সংস্থাকে বিক্রি করা হয়েছে। হাইকোর্টের দ্বারস্ত হয়েছিলাম। এর সত্যতা জানা উচিত মানুষের।’


এই মামলাতেই কেভেন্টার্সের হয়ে সওয়াল করতে আজ হাইকোর্টে আসেন চিদম্বরম। এরপরেই তিনি বিক্ষোভের মুখে পড়লেন।