সোমনাথ দাস, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: প্রায় প্রতিবছর বর্ষাতেই ভেসে যায় ঘাটাল। বন্যার জন্য বারবার প্রবল ভোগান্তির মধ্যে পড়েন সেখানকার বাসিন্দারা। বন্যার জলে নাজেহাল হলেও পানীয় জল পর্যাপ্ত মেলে না ঘাটাল পুর এলাকায়। এবার সেই ইস্যুতেই পথে নামল সিপিএম। 


ঘাটাল পুরসভার তৃণমূলের দখলে। পশ্চিম মেদিনীপুরে এখন শাসক দলেরই দাপট। এককালের দোর্দন্ডপ্রতাপ সিপিএমের শক্তি অনেকটাই কমেছে। এবার জেলায় এখনও টিকে থাকা সংগঠনের উপর ভর করেই স্থানীয় নানা সমস্যা নিয়ে আন্দোলনে নামছে সিপিএম। তেমনই একটি ঘাটাল পুর এলাকায় জলের সমস্যা। এবার তা নিয়েই আন্দোলন কর্মসূচি নিয়েছে সিপিএম। প্রায় বছর তিনেক ধরে চলা পানীয় জলের সমস্যা নিয়ে পোস্টারিং শুরু করেছে সিপিএম। ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড জুড়ে জলের দাবিতে দেওয়া হয়েছে পোস্টার। সিপিএমের নিশানায় তৃণমূল পরিচালিত ঘাটাল পুরবোর্ড। অবিলম্বে এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহের দাবি তুলে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে।


বাসিন্দাদের অভিযোগ:
ওই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। জলের কল রয়েছে ঠিকই, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় না। যার ফলে ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি চরমে। এখন গরম বাড়তে থাকায় আরও সমস্যায় পড়েছেন বাসিন্দারা। ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের অভিযোগ বারবার পুরসভায় আবেদন জানিয়েও পানীয় জলের ব্যবস্থা করেননি তৃণমূল পরিচালিত পুরসভা। 


সমস্যা স্বীকার:
পানীয় জলের সমস্যা রয়েছে। সেটা স্বীকারও করে নিয়েছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা। তবে এই নিয়ে সিপিএম রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। চেয়ারম্যানের আশ্বাস, নতুন পাম্প দ্রুত চালু হবে তারপরেই জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। যদিও স্থানীয়দের দাবি, এই আশ্বাস আগেও বারবার দেওয়া হয়েছে। তারপরেও মেটেনি পানীয় জলের সমস্যা।


আরও পড়ুন:  ভিনরাজ্যে যুবকের মৃত্যু, খুনের অভিযোগ সঙ্গীদের বিরুদ্ধে