অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুজোর আগে রেল যাত্রীদের জন্য সুখবর। পুজোর আগে আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল। এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছনো যাবে এসি লোকালে। পাশপাশি শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্তও মিলবে এসি লোকালের পরিষেবা। আরও ২টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল। 

রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদা থেকে এসি লোকালটি ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছবে বেলা ১২টা ০৭ মিনিটে। অন্যদিকে, দুপুর দেড়টায় কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর ৩টে ৪০ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায়।                         

রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট থেকে এসি লোকালটি ছাড়বে। এরপর সকাল ৭টা ৫২তে সেটি পৌঁছবে বনগাঁ স্টেশনে। আর তারপর ৯টা ৩৭ মিনিটে ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে। আবার সন্ধে ৬টা ১৪ মিনিটে শিয়ালদা থেকে ছে়ড়ে এসি লোকাল রাত ৮টা ৪ মিনিটে বনগাঁ এবং তারপর ৮টা ৪১ মিনিটে রানাঘাটে পৌঁছবে। 

শিয়ালদা ডিভিশনের তরফে রেল বোর্ডের কাছে আরও রেকের জন্য আবেদন জানানো হয়েছে। শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা বলেন, 'প্রথম রুটে চালু করে সাফল্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।                         

রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদহ থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া ৩৫ টাকা। শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া ১২০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে ১৫০ টাকা।                       

অন্যদিকে, শিয়ালদা-কৃষ্ণনগর রুটে শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া ৬০ টাকা। শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া ৯০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে ১২০ টাকা আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে ১৪০ টাকা

সম্প্রতি কলকাতার তিনটি সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার যাতে মেট্রোর টাইম টেবিলের সঙ্গে সমন্বয় রেখে ট্রেন চালানো যায়, সেই পরিকল্পনা করছে রেল। সেই মর্মে নিউ গড়িয়া ও দমদম ক্যান্টনমেন্ট রেলস্টেশনে বেশ কিছু পরিকাঠামোগত কাজ শুরু হয়েছে। এই দুই স্টেশন থেকে লোকাল ট্রেন পরিষেবা বাড়ানোরও পরিকল্পনাও করছে শিয়ালদা ডিভিশন।