বেঙ্গালুরু: জুতোর মধ্যে ঘাপটি মেরে ছিল। পা গলাতেই বসিয়ে দিল বিষদাঁত। আর তাতেই বেঘোরে মৃত্যু হল এক যুবকের। বেঙ্গালুরু থেকে এই ঘটনা সামনে এসেছে। মৃত যুবক পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। তাঁর জুতোর মধ্যে বিষধর সাপ ঘাপটি মেরে ছিল বলে জানা গিয়েছে। (Bengaluru Snakebite Death)
বেঙ্গালুরুর রঙ্গনাথ লেআউট এলাকায় শনিবার এই ঘটনা ঘটেছে। সাপের ছোবলে মারা গিয়েছেন ৪১ বছর বয়সি মঞ্জুপ্রকাশ। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী তিনি, TCS-এ কর্মরত ছিলেন। জুতোর মধ্যে কুণ্ডলী পাকিয়ে থাকা সাপের ছোবলে বেঘোরে প্রাণ গিয়েছে তাঁর। (Bengaluru News)
পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, বাড়ির দরজার বাইরে নিজের Crocs চপ্পল খুলে রেখেছিলেন মঞ্জুপ্রকাশ। শনিবার বাড়ি থেকে বেরোন ফলের রস কিনতে। চৌকাঠ পেরিয়ে অভ্য়াসবশত চপ্পলে পা গলান। কিন্তু তার ভিতরে যে আগে থেকে সাপ ঢুকে বসেছিল, বুঝতে পারেননি। এমনকি সাপের ছোবলও তিনি অনুভব করেনি বলেই জানা যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, বাড়ির এক পরিচারক প্রথমে চপ্পলের মধ্যে সাপটিকে দেখতে পান। সেই মতো ওই যুবকের বাবাকে বিষয়টি জানান। সাপটিকে চপ্পলের ভিতর থেকে বের করলে দেখা যায় সেটি মারা গিয়েছে। পরিবারের অনুমান, জুতোর মধ্যে পায়ের নীচে চাপা পড়ে এবং দমবন্ধ হয়েই মারা গিয়ে থাকবে সাপটি।
ছেলের জুতোর মধ্যে সাপ দেখে এর পর চিন্তা বাড়ে পরিবারের। মঞ্জুপ্রকাশের মা এর পর ছেলের অবস্থা জানতে ছোটেন। ঘরে ঢুকে দেখেন বিছানায় শুয়ে রয়েছেন মঞ্জুপ্রকাশ। তাঁর শরীর নিথর। পায়ে রক্তক্ষরণের দাগ রয়েছে। মুখের কোণে ফেনা লেগে। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মঞ্জুপ্রকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মঞ্জুপ্রকাশের পায়ের বুড়ো আঙুলের নীচে সাপটি ছোবল বসায় বলে জানা গিয়েছে।
মঞ্জুপ্রকাশের এক বন্ধু থানায় খবর দেয়। পুলিশের অনুমান, ঘুমের মধ্যেই মঞ্জুপ্রকাশের শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। কোন সাপ কামড়েছে, তা এখনও পর্যন্ত খোলসা হয়নি। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়িতে স্ত্রী, সন্তান, মা-বাবা রয়েছেন মঞ্জুপ্রকাশের।
গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জনবহুল এলাকায় সাপ থাকতে পারে বল কল্পনাও করেননি তাঁরা। অনেকের মতে, বর্ষায় আশ্রয় নিতেই হয়ত লোকালয়ে সাপের আগমন ঘটেছে। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। সাবধান থাকতে বলা হয়েছে সকলকে। বিশেষজ্ঞদের মতে, খোলা জায়গায় পা ঢাকা জুতো রাখলে, পায়ে গলানোর আগে তা ঝেড়ে নেওয়া উচিত। বাড়ির ভিতরেও অন্ধকার, কোণের জায়গায় সাবধানে যেতে হবে। এই সময় বাগান বা মাঠের ঘাসের উপর দিয়ে খালিপায়ে হাঁটা নিয়েও সতর্ক করা হচ্ছে।