শুভেন্দু ভট্টাচার্য, দীপক ঘোষ এবং অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: আজই উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামীকাল আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) তৃণমূলের (TMC) কর্মী সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরশু, বুধবার, আলিপুরদুয়ারে আদিবাসীদের একটি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। আগামী বছরই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এর আগেই কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন প্রধানের মুখে হুমকির সুর।
কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন প্রধান জীবন সিংহ বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, খবরদার কোচ কামতাপুরের ওপর পা রাখবেন না। তোমরা কোচ কামতাপুর গঠনের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা করতে পারবে না।"
মমতার সফরের আগেই ফের পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবি তুললেন বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO’র প্রধান জীবন সিংহ। ভাইরাল ভিডিওয় সরাসরি মুখ্যমন্ত্রীকে হুমকি দিলেন। KLO প্রধানের গলায় উঠে এল জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের মতো তিন বিজেপি সাংসদের নাম। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
জীবন সিংহকে বলতে শোনা যায়, "যদি মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত পশ্চিমবঙ্গের শাসন-শোষণ-নির্যাতন- উপনিবেশিক শাসন বা জাতি বিদ্বেষ বলপূর্বকভাবে যদি কোচ কামতাপুরের ওপর চাপিয়ে দেয়, তাহলে পরিনাম কিন্তু ভয়ানক হবে। আমরা লক্ষ লক্ষ জীবন এই কোচ কামতাপুরের জন্য বা মাতৃভূমির জন্য উত্সর্গ করে দেব। রক্তের বন্যা বইয়ে দেব। বহিরাগত পশ্চিমবঙ্গ সরকারকে আমরা মানি না।'
প্রসঙ্গত, পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে মালদা থেকে অসম সীমানা অবধি কামতাপুর রাজ্যের জন্য আন্দোলন করেছেন দুই দল। অসমের অল কোচ রাজবংশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নিম্ন অসম থেকে মালদা পর্যন্ত এলাকা প্রস্তাবিত কামতাপুর রাজ্যের মধ্যে রাখার দাবি তোলে। পৃথক রাজ্যের দাবি ঘিরে ২০০৮ সালে রণক্ষেত্র হয়ে উঠেছিল কোচবিহার।