অভিজিৎ চৌধুরী, মালদা: লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক বাইক আরোহীর (Bike Rider)। মর্মান্তিক এই ঘটনাটি (Accident) ঘটেছে সোমবার দুপুরে মালদার (Malda) চাঁচল (Chanchol) থানার মাধবপুর সেতুতে। দুর্ঘটনার পরই ব্যাপক যানজট তৈরি হয় এলাকায়।


মর্মান্তিক দুর্ঘটনা চাণচল থানার মাধবপুর সেতুতে-


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, এদিন এক যুবক বাইক চালিয়ে সেতু দিয়ে আসছিলেন। একইদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি মালবাহী লরি (Lorry)। চাঁচলের দিকে আসছিল মালবাহী ওই লরিটি। সেই সময়ই বাইর আরোহীকে সজোরে ধাক্কা মারে লরিটি। মুহূর্তে ওই যুবক বাইক থেকে ছিটকে পড়েন এবং চাকায় পিষ্ট হয়ে যান। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, দুর্ঘটনার সময়ে বাইক আরোহীর মাথায় হেলমেটও ছিল। লরিটির গরিবেগ একটাই বেশি ছিল যে, বাইক আরোহীকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন ওই যুবক। দ্রুত স্থানীয় ব্যক্তিরা খবর দেন চাঁচল থানায়। চাঁচল থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College And Hospital) পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। কিন্তু দুর্ঘটনার পরই লরি ফেলে পালায় তার চালক। ঘাতক লরির চালককে ধরার চেষ্টা করছে পুলিশ।


আরও পড়ুন - Malda News: মাটিতে চাপা পড়ছে নিকাশিও, আতঙ্কে জেলাশাসকের দ্বারস্থ বাসিন্দারা


পুলিশ সূত্রে এই দুর্ঘটনার পর যা জানা যাচ্ছে-


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম মেঘনাথ স্বর্ণকার। তাঁর বাড়ি খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার দিয়াগঞ্জ গ্রামে। প্রসঙ্গত, মাধব সেতু নির্মাণের পর থেকেই তাতে বেপরোয়াভাবে দ্রুত গতিতে মালবাহী গাড়ি থেকে শুরু করে সমস্ত যানবাহন চলাচল করে। এর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে সেখানে। দ্রুত গতিতে ধেয়ে আসা যানবাহনের গতি রোধ করতে সেতু রোডের উপর স্পীড ব্রেকার ও গার্ড রেল বসানোর দাবি তুলেছেন বাসিন্দারা।