অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:  গঙ্গা আরতির (Ganga Arati) মধ্যে দিয়ে কি নরম হিন্দুত্বের কৌশল নিচ্ছে তৃণমূল (TMC)? বিজেপির (BJP) তোলা সংখ্যালঘু তোষণের অভিযোগের জবাব দিতে কি রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের পথে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতির উদ্যোগ দেখে এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।


বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতির উদ্যোগ


বারাণসীর ধাঁচে এ বার কলকাতায় গঙ্গারতির ব্যাপারে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে রাজনৈতিক মহলে জোরাল হচ্ছে একটাই প্রশ্ন,এটা কি বিজেপির ‘কট্টর হিন্দুত্ব’র পাল্টা তৃণমূলের ‘নরম হিন্দুত্ব’র কৌশল? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করে। তারই পাল্টা কি এবার ‘নরম হিন্দুত্ব’র তাস খেলতে চাইছে তৃণমূল? রাহুল গাঁধী, অরবিন্দ কেজরিওয়ালের পথেই কি হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়?


পাঁচ বছর আগে গুজরাত বিধানসভা ভোটের সময় এই নরম হিন্দুত্বের কৌশল নিয়েছিলেন রাহুল গান্ধী। বিজেপি-কে টক্কর দিতে ৩৪টি মন্দিরে পৌছে গিয়েছিলেন তিনি। রাহুলকে পৈতেধারী ব্রাহ্মণ বলে তুলে ধরেছিল তাঁর দলও। পরের বছর মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে ভোটের আগে রাহুল পৌঁছে গেছিলেন কৈলাস মান সরোবরে। রাজস্থানে বিধানসভা ভোটের আগে তিনি পুজো দিয়েছিলেন পুষ্করের ব্রহ্মা মন্দিরে। ভোপালে নির্বাচনী সংকল্প যাত্রা শুরুর আগে শহর ছয়লাপ হয়ে গেছিল শিবভক্ত রাহুলের পোস্টারে! কর্ণাটকে ভোটের সময় রাহুল গান্ধীকে দেখা গেছিল সেখানকার শারদম্বা মন্দিরে।


আরও পড়ুন: Mithun Chakraborty: পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর বিজেপির, কাল রাজ্যে আসছেন মিঠুন চক্রবর্তী


শুধু অতীতে নয়, সম্প্রতি হিমাচল প্রদেশের ভোটের সময় দাদার মতোই মন্দির-মুখা হতে দেখা গেছে বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকেও। আর শুধু কংগ্রেসই নয়, নরেন্দ্র মোদিকে তাঁরই হাতিয়ার দিয়ে ভোটে হারাতে মরিয়া হয়ে হিন্দুত্ব-প্রদর্শনের রাস্তায় হাঁটতে শুরু করেছেন অরবিন্দ কেজরিওয়াল।কখনও তিনি হনুমান-ভক্ত, ভোটে জিতেই সোজা হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন। অযোধ্যায় রামলালার পুজো দিয়ে উত্তরপ্রদেশের ভোটের প্রচার শুরু করেন। দিল্লির বাসিন্দাদের জন্য সরকারি খরচে তীর্থযাত্রার তালিকায় অযোধ্যার রামমন্দিরের নাম জুড়ে দেন। দীপাবলির সময় সরকারি খরচে রামমন্দিরের মন্দির তৈরি হয়। যেখানে সশরীরে পুজোয় বসেন। এবং সেই ছবি নিয়ে ঢালাও প্রচার হয়। আবার কট্টর হিন্দুত্বের ল্যাবরেটরি বলে পরিচিত গুজরাত ভোটে...সেই কেজরিওয়াল কখনও প্রচার করেন, তিনি হনুমানের ভক্ত। আবার কখনও ভোটারদের মনে করিয়ে দেন তাঁর জন্ম হয়েছিল জন্মাষ্টমীর দিন। গুজরাত ভোটের ঠিক মুখে IIT-র প্রাক্তনী কেজরিওয়ালই টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপার পক্ষে সওয়াল করেন।


এবার সামনে বাংলায় পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা ভোট। সেকথা মাথায় রেখে কি সেই ‘নরম হিন্দুত্ব’র অস্ত্রেই শান দিচ্ছে তৃণমূল? এ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমকল্যাণ লাহিড়ি বলেন, "বিজেপির বিরুদ্ধে হিন্দুত্বের বিষয়। ওঁকে তো উন্নয়ন দেখে মানুষ ক্ষমতায় এনেছিল। এটা ওঁর পক্ষে যাবে না।"


অনেকেই বলে থাকেন, ভারতীয় রাজনীতিতে ধর্মকে সক্রিয়ভাবে তুরুপের তাস হিসাবে ব্যবহারের শুরু বিজেপির হাত ধরে। সে আডবাণীর রথযাত্রা হোক কিংবা কিংবা পরবর্তীকালে নরেন্দ্র মোদির মন্দিরে মন্দিরে ঘোরা। কখনও গঙ্গায় স্নান, কখনও ভোটের মধ্যেই গুহায় ধ্যান। কখনও তাঁকে দেখা যায় আরতি করতে, কখনও ডমরু বাজাতে, কখনও যজ্ঞে বসতে। 


মুখ্যমন্ত্রীর বার্তার পরই গঙ্গার ঘাট পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম


এ বার কি বঙ্গের শাসক দলকেও সেই পথেই হাঁটতে দেখা যাচ্ছে? সোমবার মুখ্যমন্ত্রীর বার্তার পরই গঙ্গার ঘাট পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "হয় নিমতলা ঘাটসর্বমঙ্গলা ঘাটে, মন্দির, লোকজন ভিড় করে। সেখানে ব্যবস্থা করব। মেয়রের মাধ্যমে মেয়কে প্রস্তাব পাঠাব।"