দীপক ঘোষ, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ময়দানে নামাচ্ছে বিজেপি (BJP)। জনসংযোগ বাড়াতে (Public Relations) জোর গেরুয়া শিবিরের। সূত্রের খবর, সে জন্যই আগামিকাল সকাল সাড়ে আটটায় রাজ্য়ে আসছেন বলি-তারকা। ২৭ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় ঘোরার কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপির হয়ে প্রচারই সেই কর্মসূচির মূল লক্ষ্য।
কী রয়েছে কর্মসূচিতে?
বলি-তারকার জনপ্রিয়তাকে পঞ্চায়েত ভোটে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচনেও মিঠুন চক্রবর্তীকে রাজ্যের নানা প্রান্তে সভা করতে দেখা গিয়েছিল। তাঁকে দিয়ে দলীয় প্রচার করানো হয় বিজেপির তরফে। এবারও সেই কৌশলই নিতে চায় বঙ্গ বিজেপি। এর মধ্যেই সাংগঠনিক তোড়জোড় শুরু করেছে তারা। 'শক্তি মণ্ডল' তৈরি হয়েছে। আগামীদিনে তারা বুথ কমিটিও তৈরি করবে। দলীয় সূত্রে বলা হচ্ছে, পঞ্চায়েত ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে রাজ্য গেরুয়া শিবির। সেই জন্য প্রচারের কাজে লাগানো হবে মিঠুন চক্রবর্তীকে।
চমক বিজেপির...
মাসখানেক আগেই বঙ্গ বিজেপিতে যে নতুন কোর কমিটি তৈরি হয়েছিল তাতে আনা হয়েছিল তারকা মিঠুন চক্রবর্তীকে। এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির তারকা প্রচারক ছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীদের হয়ে বিভিন্ন এলাকায় প্রচারও করেছিলেন তিনি। রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে কমিটিতে মিঠুন চক্রবর্তী, মন্তব্য সুকান্ত মজুমদারের। তার আগে, গত সেপ্টেম্বরে কলকাতায় এসেছিলেন বলি-তারকা। টাকা উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতি তখন তোলপাড়। সে বিষয়ে প্রশ্ন করা হলে বলেছিলেন, ‘হতাশায় ভুগি যে এত টাকা আয় করতে পারলাম না। টাকা উদ্ধারের ঘটনায় বন্ধুরা মাঝে মাঝে মজা করে। দোষ না করলে ইডি-সিবিআইয়ের তদন্তে ভয় কীসের?’ তবে বিজেপির হেস্টিংস দফতরের ওই সাংবাদিক বৈঠকেই তিনি জানিয়ে দেন, তাঁর প্রচারের তার বাধা থাকবে সরকার ও শাসকদলের নীতিগত সমালোচনার উপর। কাউকে ব্যক্তিগত আক্রমণে তিনি যে বিশ্বাসী নন, সেটা জানিয়ে দেন মিঠুন। তবে সে বারও একটি বিষয়ে প্রত্যয়ী দাবি করেছিলেন তিনি। বলেন, 'এখনও বলছি, তৃণমূলের ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।' কারা তাঁরা? সাংবাদিকদের উদ্দেশে বার্তা একটাই, 'ক্যামেরা প্যান করুন, একটু জুম ইন, জুম আউট করুন। নিজেরাই বুঝে যাবেন।'
পঞ্চায়েত ভোটের মুখে এবার কী বলবেন তিনি? তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।
আরও পড়ুন:এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই, ২০ জন চাকরিপ্রার্থী,চাকরি প্রাপককে তলব