ঝিলম করঞ্জাই, কলকাতা: বিজ্ঞাপন দিয়েও মিলছে না সাড়া। চিকিৎসকের সংখ্যা কম থাকায় পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে কল্যাণী AIIMS। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অবস্থানগত কারণে স্থানীয়রা আবেদন করলেও চিকিৎসক পদে ভিনরাজ্যের আবেদনকারীর সংখ্যা কম। একইসঙ্গে রাজ্য সরকার বন্ড চালু করায়, বাংলা থেকেও চিকিৎসক পেতে সমস্যা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।


চিকিৎসা-সঙ্কট নয়, চিকিৎসকের সঙ্কটে ভুগছে পূর্ব ভারতে প্রথম চালু হওয়া কল্যাণী AIIMS হাসপাতাল (AIIMS Kalyani)। ২০২১ সালে আউটডোর ইউনিট চালু হলেও, লোকসভা ভোটের বছরে ২০২৪-এর ২৫ ফেব্রুয়ারি গুজরাত থেকে কল্যাণী AIIMS-এর ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গোড়ায় আউটডোরে রোগীর সংখ্যা দিনে একশোও পেরোত না। এখন দৈনিক প্রায় আড়াই হাজার রোগী হাসপাতালে আসেন। বেডের সংখ্যা ৯৬০। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের অধিকর্তা জানিয়েছেন, চিকিৎসকদের জন্য ২৫৯টি পদ রয়েছে। কিন্তু শূন্যপদের সংখ্যা একশোরও বেশি। বিজ্ঞাপন দিয়েও ভিনরাজ্যের চিকিৎসকদের কাছ থেকে সাড়া মেলেনি। পাশাপাশি, আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। এর ফলে সীমিত লোকবলে পরিষেবা দিতে সমস্যা হচ্ছে।


কল্যাণী AIIMS-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহ বলেন, 'চিকিৎসকদের সংখ্যা কম। এই মুহূর্তে ১৫৭ জন চিকিৎসক রয়েছেন। ফলে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। যেখানে শূন্যপদের সংখ্যা ২৫৯। সম্প্রতি আমরা বিজ্ঞাপন দিয়েছি। কিন্তু আবেদনকারীর সংখ্যা যেমন কম, তেমনই যোগ্য প্রার্থীর অভাব রয়েছে।'


হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় পরিষেবা দিতে একদিকে যেমন হিমশিম অবস্থা। তেমনই অবস্থানগত কারণে মিলছে না দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক। কী কারণে চিকিৎসক-সঙ্কট? কল্যাণী AIIMS-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহ জানাচ্ছেন, অনেক চিকিৎসক পূর্ব ভারতে আসতে চান না। এটাও একটা কারণ যে,মানুষ সব সময় এমন এলাকা বেছে নেয় যেখানে বিমান, রেল বা সড়ক পথে সহজে যাতায়াত করা যায়। 


কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলা থেকে দক্ষ চিকিৎসক পেতেও সমস্যা হচ্ছে। তিনি বলেন, 'নতুন চিকিৎসকদের জন্য সরকার ৩ বছরের বন্ড চালু করেছে। তাই তাঁরা আবেদন করতে পারছেন না। বাংলার মানুষকেই আমরা পরিষেবা দিচ্ছি। তাই আমাদের এর সঙ্গে যুক্ত করলে চিকিৎসা পরিষেবা আরও ভাল হবে।'


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের শূন্যপদে অবিলম্বে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। কল্যাণী AIIMS-এ প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। মানুষের প্রত্যাশাও বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কম সংখ্যক চিকিৎসক নিয়েও পরিষেবায় ঘাটতি রাখা হচ্ছে না।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?