সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুরসভার (KMC) নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতার (kolkata) রাস্তায় যত্রতত্র পোড়ানো হচ্ছে শুকনো পাতা (dry leaf) থেকে আবর্জনা (dirt)। মহানগরের বাতাসে ছড়াচ্ছে দূষণের (pollution) বিষ। যার জেরে শরীরে থাবা বসাতে পারে বিভিন্ন মারণ রোগ (fatal disease)। এমনই আশঙ্কার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। আবর্জনা পোড়ানো হলে করা হবে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম।


কী ছবি?
কোথাও রাস্তার ধারে আবর্জনার স্তূপে ধিকিধিকি জ্বলছে আগুন, কখনও আবার পার্কের মধ্যে পড়ে থাকা কাগজ, প্লাসটিক, থার্মোকল জড়ো করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কুণ্ডলী পাকানো ধোঁয়ার সঙ্গে বাতাসে মিশছে দূষণের বিষ! জঞ্জাল পোড়ানোর নিষেধাজ্ঞায় বুড়ো আঙুল দেখিয়ে সাফাই কর্মীরাই এমন কাজ করছেন! শীতকাল এলেই বাড়তে থাকে দূষণ। তার উপর যত্রতত্র জঞ্জাল জ্বালানোয় আরও বাড়ছে সেসব। পৌষের শুষ্ক আবহাওয়ায় একেই ধুলোর চাদরে ঢাকছে তিলোত্তমার শরীর। 
তার ওপর আবার জঞ্জাল পোড়ানোর দূষণ থেকে আরও তীব্র হচ্ছে বিপদের আশঙ্কা। বাতাসের বিষে ফুসফুসে কি আরও বেশি করে থাবা বসাচ্ছে মারণ রোগ ক্যান্সার? উদ্বেগজনক তথ্য তুলে ধরছেন বিশেষজ্ঞরা। বোস ইন্সটিটিউটের বিজ্ঞানী অভিজিৎ চট্টোপাধ্যায়ের মতে, 'বায়ুদূষণের জেরে ছড়াচ্ছে রোগ। শীতকালে এমনিতেই নানা রোগ ছড়ায়। আগুন জ্বালিয়ে জঞ্জাল পোড়ালে অরগানিক পলিউশন ছড়ায়। ক্যানসার পর্যন্ত হতে পারে।' ভয়ঙ্কর এই আশঙ্কার মধ্যেও ডালহৌসি থেকে আকাশবাণী চত্বর। এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল বায়ুদূষণ নিয়ে চরম অসচেতনতার ছবি। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'পুরসভার নিষেধাজ্ঞা অমান্য করেই এভাবে আবর্জনা পোড়ানো হচ্ছে। ধরা পড়লে জরিমানা, কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। কোনও সাফাইকর্মী এমন করলে তাঁর চাকরি পর্যন্ত চাকরি চলে যেতে পারে।' নিজেদের অসচেতনতায় বাড়ছে বায়ুদূষণ, ফলে আরও বেশি করে বাড়ছে রোগের প্রকোপ। আর কবে সচেতন হব আমরা?
কদিন আগেই ধরা পড়েছিল যে শীতের কলকাতার বাতাসে বাড়ছে বায়ুদূষণের বিষ। গাড়ির ধোঁয়ার পাশাপাশি দূষণের মাত্রা বাড়াচ্ছে নির্মাণকাজের জন্য তৈরি হওয়া ধূলিকণা। পাশাপাশি বিহার, ওড়িশার মতো রাজ্য থেকেও তিলোত্তমায় ঢুকছে দূষিত বায়ু। উদ্বেগের এই চিত্রটাই উঠে আসে বোস ইনস্টিটিউটের সাম্প্রতিক সমীক্ষায়। শহরে শীত নেই, কিন্তু দূষণ আছে। পড়তি ডিসেম্বরে শহর থেকে যখন প্রায় উধাও শীত, তখন পাতাঝরার মরসুমে ক্রমেই বাড়ছে দূষণ-অস্বস্তি। আবহাওয়ার খামখেয়ালিপনায় অন্যান্য রোগের পাশাপাশি বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা। এর মধ্যে আবার আবর্জনা পোড়ানো থেকে তৈরি হওয়া দূষণ। 


আরও পড়ুন:রাজ্যের মিড-ডে মিলে এবার মুরগির মাংসও, বরাদ্দ অতিরিক্ত