কলকাতা: এয়ারপোর্ট (Airport) থেকে হাওড়া স্টেশন (Howrah Station) সোজা বাসে। তাও কোনও স্টপেজে না দাঁড়িয়ে। ভাড়াও সকলের জন্য এক। বিমানবন্দরের সঙ্গে বাকি শহরকে যুক্ত করার মেট্রো প্রকল্পের কাজ চলছে এখনও। কিন্তু নানা কারণে প্রকল্পে দেরিও হচ্ছে। এরইমাঝে যাত্রীদের সুবিধার্থে এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন পর্যন্ত নো স্টপ পরিষেবায় বাস সার্ভিস চালু হল। উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জানা গিয়েছে ভোর থেকে রাত পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।


এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন বাস পরিষেবা-


এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন মাত্র একঘণ্টায়। নো স্টপ পরিষেবা। ভাড়া মাত্র ১০০ টাকা। আজ থেকে চালু হল WBTCর দুটি এসি শাটল বাস। এয়ারপোর্ট থেকে ছেড়ে কৈখালি- উল্টোডাঙা- কাঁকুড়গাছি- গিরিশ পার্ক- চিত্তরঞ্জন অ্যাভিনিউ- ধর্মতলা- বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশন। ফেরার রুটও এক। মাঝে ৩ মিনিটের জন্য এসপ্ল্যানেডে L 20 বাস স্ট্যান্ডে দাঁড়াবে এই শাটল বাস।  যদি কোনও যাত্রীর প্রয়োজন থাকে, তাই বাস ৩ মিনিটের জন্য এসপ্ল্যানেড L 20 বাস স্ট্যান্ড এর সামনে দাঁড়াবে। ভোর থেকে রাত পর্যন্ত মিলবে পরিষেবা। আজ এই বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।


আরও পড়ুন - Airport Bus Service: এয়ারপোর্ট থেকে হাওড়া এবার ১ ঘণ্টায়! শুরু নো স্টপ পরিষেবা, কত দাম হবে টিকিটের?


জানা যাচ্ছে, দেশের যেকোনও মেট্রো সিটিতে এয়ারপোর্ট -এর সঙ্গে রেল স্টেশনের মধ্যে সংযোগরক্ষাকারী গণ পরিবহণ হিসেবে মেট্রো রেল অগ্রগণ্য। কলকাতা বিমানবন্দরের সঙ্গে বাকি শহরকে যুক্ত করার মেট্রো প্রকল্পের কাজ এখনও চলছে। আনুষঙ্গিক নানা কারণে প্রকল্পে দেরী হচ্ছে প্রচুর। তাই বিমানবন্দরে যেতে চাওয়া এবং বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যাওয়া যাত্রীদের জন্য আজ থেকে চালু হল WBTC-র দুটি বাতানুকূল শাটল বাস।  ASS1 নামে এই বাস মাঝে কোথাও থামবে না। আপাতত দুটি ইলেকট্রিক বাস দিয়ে পরিষেবা শুরু হল। রুট জনপ্রিয় হলে বাসের সংখ্যা বাড়বে বলে জানালেন ফিরহাদ হাকিম। কতৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন টার্মিনালের ভিতরে এবং বাইরে তাঁদের পাবলিক অ্যাড্রেস ডিসপ্লে বোর্ডে এই বাস সম্পর্কে যাত্রীদের অবহিত করেন।