Galliyan Returns: পুরনোকে কি টেক্কা দিতে পারল 'গলিয়াঁ রিটার্নস'? কী বলছেন নেটিজেনরা?

Galliyan: ট্রেলারে ইতিমধ্যেই মন জিতে নিয়েছেন তারকারা। অপেক্ষা ছিল এই ছবির 'গলিয়াঁ রিটার্নস' গানটি। সেটি মুক্তি পেল। কিন্তু পুরনো গানটিকে কি টেক্কা দিতে পারল? নাকি নতুন 'গলিয়াঁ' বাজিমাত করল?

Continues below advertisement

মুম্বই: সামনেই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns)। ছবির ট্রেলার ইতিমধ্যেই উত্তেজনা বাড়িয়েছে দর্শকদের। 'এক ভিলেন রিটার্নস'-এর ট্রেলার উঠে এসেছে একাধিক প্রশ্ন। ঘনিয়েছে রহস্য। অভিনেতার তালিকাতেও এসেছে সম্পূর্ণ বদল। প্রথম ছবি অর্থাৎ, 'এক ভিলেন'-এ শ্রদ্ধা কপূর, সিদ্ধার্থ মলহোত্র, রীতেশ দেশমুখ ছিলেন। কিন্তু 'এক ভিলেন রিটার্নস'-এ মুখ্য চরিত্রের অভিনেতাদের মধ্যে এসেছে আমূল পরিবর্তন। শ্রদ্ধা, রীতেশ, সিদ্ধার্থের পরিবর্তে এসেছেন জন আব্রাহাম, দিশা পাটানি, অর্জুন কপূর এবং তারা সুতারিয়া। ট্রেলারে ইতিমধ্যেই মন জিতে নিয়েছেন তারকারা। অপেক্ষা ছিল এই ছবির 'গলিয়াঁ রিটার্নস' (Galliyan Returns) গানটি। সেটি মুক্তি পেল। কিন্তু পুরনো গানটিকে কি টেক্কা দিতে পারল? নাকি নতুন 'গলিয়াঁ' (Galliyan) বাজিমাত করল?

Continues below advertisement

মুক্তি পেল 'গলিয়াঁ রিটার্নস'-

আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'এক ভিলেন রিটার্নস'। জন, দিশা, অর্জুন, তারা, চার তারকাকে নিয়ে থ্রিলার এই ছবির ট্রেলার আগেই মুক্তি পেয়েছিল। গতকাল প্রকাশ্যে আসে ছবির গান 'গলিয়াঁ রিটার্নস'। উচ্ছ্বসিত দর্শকেরা ভেবেছিলেন নতুন কোনও গান আসতে চলেছে। কিন্তু পুরনো গানের নতুন মোড়ক নিয়ে এলেন নির্মাতারা। স্বাভাবিকভাবেই তাতে কিছুটা হতাশ হতে দেখা গেল নেট নাগরিকদের। গানের ভিউ কয়েক ঘণ্টা কয়েক লক্ষ ছাড়ালেও, কমেন্ট বক্স পুরনো গানটিকেই মনে করলেন নেটিজেনরা। বেশিরভাগ নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'আসল গলিয়াঁ গানটিকে কেউ টেক্কা দিতে পারবে না।' এর পাশাপাশি 'এক ভিলেন' ছবির 'গলিয়াঁ' গানে শ্রদ্ধা কপূর ও সিদ্ধার্থ মলহোত্রর রসায়নও মনে করেছেন নেট নাগরিকরা। প্রসঙ্গত, 'গলিয়াঁ রিটার্নস' গানটি গেয়েছেন অঙ্কিত তিওয়ারি।

আরও পড়ুন - Indrani: কবে, কখন দেখা যাবে নতুন বাংলা সিরিয়াল 'ইন্দ্রাণী', প্রকাশ্যে ধারাবাহিকের টাইটেল ট্র্যাক

অন্যদিকে, 'এক ভিলেন রিটার্নস' ছবিতে দিশা পাটানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন জন আব্রাহাম। তাঁর মতে, কোনও জুটি পর্দায় কাজ করবে কি না, তা বোঝার জন্য শ্যুটিংয়ের সময়ের অভিজ্ঞতাই যথেষ্ট। তিনি জানিয়েছেন, দিশার সঙ্গে কাজ করার তাঁর অভিজ্ঞতা অসাধারণ। এছাড়াও এই ছবিতে অর্জুন কপূর এবং তারা সুতারিয়ার জুটিও বেশ প্রশংসিত হয়েছে ইতিমধ্যেই।

Continues below advertisement
Sponsored Links by Taboola