কলকাতা: ঢাউস ব্য়াগের মধ্যে থরে থরে গুটখার প্যাকেট। তা দেখেই কৌতূহল হয়েছিল কলকাতা বিমানবন্দরের কাস্টমসের আধিকারিকদের। প্লাস্টিকের প্যাকেট ছিঁড়তেই চোখ কপালে কাস্টমসের আধিকারিকদের। কারণ গুটখার প্লাস্টিকের প্যাকেট থেকে বেরিয়ে আসছে থরে থরে মার্কিন ডলারের নোট। গুনে দেখা গেল রয়েছে মোট ৪০ হাজার মার্কিন ডলারের নোট। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩২ লক্ষ টাকা।
কোথা থেকে উদ্ধার:
কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্ককগামী এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার এমনই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। চেক-ইন লাগেজের মধ্যে থেকে উদ্ধার হয়েছে এত টাকা।
রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে। এক ভারতীয় নাগরিক কলকাতা পৌঁছেছিলেন। ১১টা ৫৫মিনিটে স্পাইসজেটের একটি বিমানে ব্য়াঙ্কক যাওয়ার কথা ছিল। ওই যাত্রীর ইমিগ্রেশন চেক হয়ে গিয়েছিল। সিকিউরিটি চেকের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখনই আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকরা তাঁকে আটকান। তারপরেই তাঁর ব্যাগ ধরে ধরে তল্লাশি শুরু হয়। গুটখার প্লাস্টিক প্যাকেটের মধ্যে থেকে পান মশলার সঙ্গে বেরিয়ে আসে ১০০ মার্কিন ডলারের নোট। গোটা উদ্ধারকাজের ভিডিও করা হয়েছে। সেটাই ভাইরাল রয়েছে। সব টাকা উদ্ধার করতে দীর্ঘক্ষণ সময় লেগেছে।
কত টাকা উদ্ধার:
ওই যাত্রীর ব্যাগ থেকে মোট ৪০০টি নোট উদ্ধার হয়েছে। মোট ৪০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ওই টাকার মূল্য ৩২ লক্ষ ৭৮ হাজার টাকা।
কী নিয়ম:
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে এক ভারতীয় বিদেশ যাওয়ার সময় ভারতীয় মুদ্রার মূল্যে ২৫ হাজার টাকা সঙ্গে রাখতে পারেন।
আরও টাকা উদ্ধার:
ফের কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ নগদ। ৫৯ লক্ষের পর এবার ৪৩ লক্ষ, এবার স্ট্র্যান্ড রোডে টাকার পাহাড়! এবার স্ট্র্যান্ড রোডে যকের ধন, নগদ সাড়ে ৪৩ লক্ষের হদিশ। স্ট্র্যান্ড রোডে ৩জনকে গ্রেফতার করল পুলিশ। ২টি ব্যাগ ভর্তি ১০০, ৫০০, ২০০০ টাকার নোটে সাড়ে ৪৩ লক্ষ বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: বায়ুদূষণেই হাঁপানি! শিকার শিশুরাই! উদ্বেগ নয়া সমীক্ষায়