কলকাতা: তুলা থেকে মীন- এই ৬ রাশির জাতকদের জন্য কী অপেক্ষা করছে মঙ্গলবার?
তুলা - কালকের রাশিফল (Tula Rashi)
তুলা রাশির জাতক-জাতিকাদের যে কোনও লেনদেন সতর্কতার সঙ্গে করতে হবে। আপনি আপনার কিছু ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে একটু চিন্তায় থাকতে পারেন। দীর্ঘদিন পরে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। পরিবারে কিছু বিবাদের সম্ভাবনা রয়েছে। আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবতে পারেন। আপনার সন্তানের উন্নতি দেখে আপনি খুশি হবেন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
বৃশ্চিক রাশির জাতকদের জন্য মঙ্গলবার মোটের উপর ভাল হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অগ্রগতির পথে কিছু নতুন বাধা আসবে, যা অতিক্রম করার জন্য আপনি চেষ্টা করে ফল পাবেন। আপনার কিছু চুক্তি চূড়ান্ত হতে পারে। পরিবারের কোনও সদস্যের কথায় আপনার খারাপ লাগতে পারে। কোনও শুভ উৎসবে অংশ নিতে পারেন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi)
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য, আগামীকাল সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য শুভ দিন হতে পারে। যাঁরা চাকরি করছেন তাঁরা কাজের চাপের জন্য সমস্যায় পড়তে পারেন। বিরোধীদের কৌশল এড়িয়ে কাজের পথে এগোবেন। কোনও রাজনীতির অংশ হবেন না। কোনও আর্থিক সমস্যায় পড়লে তা দ্রুত কেটে যাবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এদিন যে কোনও আটকে থাকা কাজ মিটিয়ে ফেলার দিন হবে। নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে এদিনটি কোনও যোগাযোগ হতে পারে। অংশীদারিত্বে কিছু কাজ করা আপনার জন্য ভাল হবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলবার মোটামুটি ভালই যাবে। সামাজিক কর্মসূচিতে আপনার নতুন পরিচয় তৈরি হবে। কাজের ক্ষেত্রে সম্মান পেতে পারেন। পরিবারের কোনও সদস্যের চাকরি সংক্রান্ত কোনও সমস্যার সমাধান হতে পারে, যা একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি করবে। সাবধানে গাড়ি চালাতে হবে। অংশীদারিত্বে কোনও কাজ করা আপনার পক্ষে ভাল হবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল সতর্ক থাকার দিন হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু উত্থান-পতনের মুখোমুখি হতে পারেন। পরিবারে কোনও বিবাদ চললে তা এবার মিটে যেতে পারে। কোনও বিরোধের মীমাংসা করতে গেলে উভয় পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নিলে ভাল হবে। নিজের স্বাস্থ্য়ের দিকে লক্ষ্য করতে হবে আপনাকে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন
আরও পড়ুন: চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই ভিড়ে ঠাসা সেমিনার রুমের ভিডিও ভাইরাল! ফিরহাদ বললেন...