মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে দলের চাপে শেষমেশ মন্ত্রিত্ব ছাড়েন অখিল গিরি। এবার দলেরই একাংশকে বিধায়ক অখিল দিলেন বোমা মারার হুমকি। মালদায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলকর্মী খুন ঘিরে যখন তোলপাড় রাজ্য়, তখনই কাঁথিতে দলেরই বিরুদ্ধ গোষ্ঠীকে বোমা মারার হুমকি দিলেন প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি! পাল্টা আবার দলীয় বিধায়ককে লক্ষ্য় করে চোর-চোর স্লোগান দিল দলেরই একাংশ, যারা জেলারই আরেক তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামী বলে পরিচিত। কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন ঘিরেও এবার তৃণমূল বনাম তৃণমূল!
কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন ঘিরেও এবার তৃণমূল বনাম তৃণমূল! ১০৮ আসনের কাঁথি সমবায় ব্য়াঙ্কে ১০১টি আসন পেয়ে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাদের মধ্য়ে থেকেই ১৫ জন বসবেন ডিরেক্টর পদে। কিন্তু ডিরেক্টর নির্বাচন কীভাবে হবে, সেই নিয়ে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে মতানৈক্য। ডিরেক্টরের দৌড়ে মনোনয়ন জমা দেওয়ার মাঝেই সোমবার দলের তরফে ১৫ জন নতুন ডিরেক্টরের তালিকা প্রকাশ করা হয়। এমনকী এই তালিকা অমান্য় করলে ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এর মাঝেই মঙ্গলবার ফের মনোনয়ন জমা দেন আরও ১১ জন তৃণমূল সমর্থিত বিজয়ী সদস্য়। মঙ্গলবার এনিয়ে পরিস্থিতি তেতে ওঠে।
বুধবার অখিল গিরি যখন কাঁথি পোস্ট অফিস মোড়ের সামনে দাঁড়িয়ে, তখনই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অখিল গিরিকে দেখে চিৎকার করতে থাকে পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামীরা। 'চোর, চোর' বলে চিৎকার করা শুরু হয়। 'এই চোর...এই চোর...এই চোর...' এতেই মেজাজ হারান প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি! দলের আরেক বিধায়কের অনুগামীদের উদ্দেশেই হুমকি দেন, 'বম্ব চার্জ করে দেব। …পাঁচ মিনিটে বুঝিয়ে দেব…'
আগেও মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন এই বিধায়ক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম হন তিনি। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে 'কুরুচিকর' কথা বলে নিন্দিত হন তিনি। গত বছরই মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে আসে তাঁর নাম। আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ গিরি মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করেন। এরপর আবার আলোচনার কেন্দ্রে গিরি, এবার নিশানা করলেন নিজের দলকেই। দল কি এবার এই স্থানীয় কোন্দল থামাতে পারবে?
আরও পড়ুন : SSC মামলার শুনানিতে আজ কী বলবেন দেশের প্রধান বিচারপতি?