বিটন চক্রবর্তী: এতদিন আন্দোলন করছেন, আবার বেতন নিচ্ছেন। করুন, কোনও অসুবিধা নেই। কার্যত এভাবেই DA আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মন্ত্রী অখিল গিরি। গতকাল তমলুকে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানে কারামন্ত্রী এই মন্তব্য করেন। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে অখিল গিরি বলেন, রাস্তায় বসে আন্দোলনের অধিকার সরকারি কর্মীদের আছে, তেমনই দিনের পর দিন, মাসের পর মাস অফিস কামাই করে মানুষের পরিষেবা বন্ধ করে দিয়ে বেতন নিচ্ছেন। দায়িত্ব পালন না করে অধিকার প্রতিষ্ঠা করা যায় না। এর আগে DA আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। রেড রোডে কেন্দ্র-বিরোধী ধর্না মঞ্চ থেকে DA আন্দোলনকারীদের চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত বলে আক্রমণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী।