ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: অক্ষয় তৃতীয়ার শুভদিনে, বীরভূমের তারাপীঠে উপচে পড়া ভিড়। রবিবার এমনিতেই ছুটির দিন। তার উপর অক্ষয় তৃতীয়া। দুইয়ে মিলে ভিড় উপচে পড়ল তারাপীঠের মন্দিরে।
রবিবার অক্ষয় তৃতীয়া। সকাল থেকে তারাপীঠে উপচে পড়েছে ভিড়। এই দিনটিতে অনেক ব্যবসায়ী হালখাতা দিয়ে নতুন বছরের ব্যবসা ভাল হওয়ার জন্য প্রার্থনা করেন। শুভদিন বলে বহু ভক্ত এই দিন পুজো দেন। লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মা তারার সামনে পুজো দেন অনেকে।
মন্দির কমিটি সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানান, আজ সকাল থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে এসেছেন। বহু ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো দিয়েছেন এদিন।