কলকাতা : দিল্লির বিস্ফোরণের পর চর্চায় উঠে এসেছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্য়ালয়ের নাম। পুলিশ সূত্রে দাবি, ধৃত চিকিৎসক উমর উন নবি, এবং মুজাম্মিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। এবার সেই আল ফালহা-যোগে NIA-র জালে বাংলার এক  ডাক্তারও। জিজ্ঞাসাবাদের জন্য ওই ডাক্তারকে গ্রেফতার করা হল উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে। 

Continues below advertisement

এনআইএ সূত্রে খবর, আল ফালহা-যোগে বাংলার এক ডাক্তারকে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে  আটক করা হয়েছে। ওই চিকিৎসকের নাম জানিসর আলম । তাকে অনেকে জিগর নামেও চিনত। সূত্রের খবর, এই জিগর বা জানিসর ২০২৪-এ ফরিদাবাদের আল ফালহা বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাস করে। এরপর MD করতে চন্ডীগড় গিয়েছিল সে। চলতি মাসেই সে বাড়িতে আসে।  NIA সূত্রে খবর, দিল্লি বিস্ফোরণ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চিকিৎসককে আটক করা হয়েছে। ফরিদাবাদের আল ফালহা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ একাধিক ডাক্তারকেই গ্রেফতার করা হয়েছে ফরিদাবাদ মডিউলের সঙ্গে জড়িত সন্দেহে। ফরিদাবাদে এই  বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ডাক্তাররাই গোডাউনে বিস্ফোরক মজুত করছিল। সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত  মুজাম্মিলের ডোরা থেকেই অস্ত্রের পাহাড়ের হদিশ মেলে !  

দিল্লি বিস্ফোরণে ব্য়বহৃত i20 গাড়িটিও, দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে পার্ক করা ছিল বলে অভিযোগ। যদিও, আল ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, চাকরির বাইরে ধৃতদের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। কিন্তু দেখা যাচ্ছে, সারা দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা করা এই সব ডাক্তারদের আঁতুড়ঘর এই বিশ্ববিদ্যালয়েই। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে  কী জানত উত্তর দিনাজপুরের জিগর, তা জানতে চায় এনআইএ। তাছাড়া জিগরের সম্পর্কে আরও কিছু সন্দেহজনক জানতে পারা গিয়েছে কি না, জানায়নি এনআইএ। পুলিশ সূত্রে দাবি, দিল্লি বিস্ফোরণ এবং ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত একাধিক ডাক্তারের সঙ্গে ফরিদাবাদেরই আল ফালাহ-র যোগ মিলেছে। তাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যকলাপ থেকে এখান থেকে উত্তীর্ণরা, গোয়েন্দাদের স্ক্যানারে।  ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, ছাত্র, চিকিৎসক মিলিয়ে ৫২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, দিল্লির ঘটনায় তারা দুঃখিত এবং ক্ষুব্ধ। কিন্তু তা সত্ত্বেও পুলিশ ও গোয়েন্দাদের কড়া নজরে এখন এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়।                            

Continues below advertisement