আবীর দত্ত, কলকাতা : গ্রেফতার আলিয়াকাণ্ডে অভিযুক্ত  ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল। বিতর্কিত ঘটনার ঘটনার দুদিন পর তাকে গ্রেফতার করল টেকনো সিটি থানার পুলিশ। উপাচার্যকে অকথ্য গালিগালাজ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। নিউটাউন থেকেই গ্রেফতার করা হয় গিয়াসউদ্দিনকে। নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের পাশের এলাকায় একটি মেসে থাকত অভিযুক্ত এই বহিষ্কৃত ছাত্রনেতা। এদিন সে মেস থেকে বাইরে বের হতেই পুলিশ তাকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়েছে গিয়াসউদ্দিনের মোবাইল ফোন। এদিকে, উপাচার্যকে হেনস্থার প্রতিবাদে কাল থেকে আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়াদের।


উপাচার্যকে গালাগালি, খুনের হুমকি


বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন ঘটনা ঘটে। ঘরে ঢুকে উপাচার্যকে তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগালি করেন বহিষ্কৃত ছাত্র নেতার। অভিযুক্ত টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন মণ্ডল। ভাইরাল ভিডিওতে উপাচার্যকে লক্ষ্য করে বলতে শোনা গিয়েছে, 'এবার ডাক, এখান থেকে ফোন কর, এই আলিয়ার বেহাল অবস্থা কে করেছে? আলিয়ার বেহাল অবস্থা করার জন্য তুই....'। দেওয়া হয় খুনেও হুমকিও! TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের মুখের ভাষা এতটাই অশালীন, যে তা প্রকাশের অযোগ্য। ঘটনাটি ঘটেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে। বহিষ্কৃত ছাত্রনেতার হুমকি ও অশালীন ভাষার মুখে উপাচার্য মহম্মদ আলি। ভাইরাল ভিডিওতে অভিযুক্ত বলতে শোনা যায়, 'না হলে দুটো গালে চড়িয়ে দেব। বাঁদর চড়ানো। আমার চড় প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করবি।'



বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তোলাবাজি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় গিয়াসউদ্দিন মণ্ডল নামে ওই ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই ৩ বহিরাগতকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তিনি। পিএচডি লিস্টে স্বজনপোষণের অভিযোগ তুলে ঘেরাও করেন উপাচার্যকে। শুরু হয় তাণ্ডব, অকথ্য ভাষায় গালাগালি, হুমকি। ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, 'আপনাকে আমি ফোন করলাম, সেই সময় যে আমার ছেলেপিলেগুলো সাসপেন্ড রাস্টিকেট হয়েছে স্যর। এই আমি বেশি কথা বলতে চাই না তোমার সঙ্গে। আজকে আপনি শুনছেন। আপনি আমাকে চেনেনই না ঠিক মতো? বলে যায়নি ঠিকভাবে।'


যে ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর এই ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসার পর থেকেই তীব্র হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


আরও পড়ুন- আলিয়ার উপাচার্যকে অকথ্য ভাষায় গালাগালি, খুনের হুমকি টিএমসিপি-র প্রাক্তন ছাত্র নেতার!