অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : 'না হলে দুটো গালে চড়িয়ে দেব। বাঁদর চড়ানো। আমার চড় প্রচুর লাগে। যে ক’টা তোর ছেলে আছে জিজ্ঞেস করবি।' না এ কোনও দুষ্কৃতীর শাসানো নয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) উপাচার্যকে (Vice Chacellor) লক্ষ্য করে এমন কথাই বলতে শোনা গিয়েছে টিএমসিপি-র (TMCP) প্রাক্তন ছাত্রনেতাকে! আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব। অকথ্য ভাষায় গালাগালি ও খুনের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল (Viral Video)। আর সেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়! ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। টিএমসিপির প্রাক্তন ছাত্র নেতার তাণ্ডব ঘিরে তোলপাড়, সর্বস্তরে তীব্র নিন্দার ঝড়। এটা সংগঠনের সংস্কৃতি নয়, মন্তব্য সংগঠনের।


বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে উপাচার্যকে তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগালি বহিষ্কৃত ছাত্র নেতার। অভিযুক্ত টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন মণ্ডল। ভাইরাল ভিডিওতে উপাচার্যকে লক্ষ্য করে বলতে শোনা গিয়েছে, 'এবার ডাক, এখান থেকে ফোন কর, এই আলিয়ার বেহাল অবস্থা কে করেছে? আলিয়ার বেহাল অবস্থা করার জন্য তুই....'। দেওয়া হয় খুনেও হুমকিও! TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের মুখের ভাষা এতটাই অশালীন, যে তা প্রকাশের অযোগ্য। ঘটনাটি ঘটেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে। বহিষ্কৃত ছাত্রনেতার হুমকি ও অশালীন ভাষার মুখে উপাচার্য মহম্মদ আলি।


বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তোলাবাজি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় গিয়াসউদ্দিন মণ্ডল নামে ওই ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই ৩ বহিরাগতকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তিনি। পিএচডি লিস্টে স্বজনপোষণের অভিযোগ তুলে ঘেরাও করেন উপাচার্যকে। শুরু হয় তাণ্ডব, অকথ্য ভাষায় গালাগালি, হুমকি। ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, 'আপনাকে আমি ফোন করলাম, সেই সময় যে আমার ছেলেপিলেগুলো সাসপেন্ড রাস্টিকেট হয়েছে স্যর। এই আমি বেশি কথা বলতে চাই না তোমার সঙ্গে। আজকে আপনি শুনছেন। আপনি আমাকে চেনেনই না ঠিক মতো? বলে যায়নি ঠিকভাবে।'



এই ঘটনার মাঝে পুলিশকে ফোন করলেও সেদিক থেকে নিষ্ক্রিয়তা পেয়েছেন বলে জানিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি। তাঁর ফোন নিয়ে ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছে ওই ছাত্রনেতা। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। করেন চাঞ্চল্যকর অভিযোগ।


প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের। ঘটনার নিন্দা করে বর্তমান ইউনিট প্রেসিডেন্টের দাবি, এটা টিএমসিপির সংস্কৃতি নয়। শিক্ষাঙ্গনে এমন নজিরবিহীন ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বিভিন্ন মহলে।


আরও পড়ুন- পায়ে প্লাস্টার নিয়ে অ্যাম্বুলেন্সেই পরীক্ষা দিতে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী


 


Education Loan Information:

Calculate Education Loan EMI