কলকাতা: কলকাতাজুড়ে উৎসবের আবহ। বড়দিনে উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। সোমবার সকাল থেকেই টিকিটের লম্বা লাইন। কচিকাঁচাদের নিয়ে হাজির রাজ্যবাসী। শুঁড় দিয়ে ধুলো ওড়াচ্ছে হাতি, খোশমেজাজে বাঘও। 


বড়দিনের ছুটির সকালে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন। বাঘ, সিংহ,হাতি, জিরাফদের দেখতে কচিকাঁচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও। পশু-পাখিদের খাঁচার সামনে উঁকিঝুঁকি। গতকাল ৭০ হাজারের বেশি দর্শক এসেছিলেন। বড়দিনে জন সমাগম সেই সংখ্যাটা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অপরদিকে, সকাল থেকে জমজমাট নিক্কো পার্ক। রকমারি জয় রাইডের মজা উপভোগ করতে, কলকাতার পাশাপাশি, দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করেছেন। সঙ্গে হই-হুল্লোড়, জমিয়ে খাওয়াদাওয়ারও ব্যবস্থা রয়েছে।


এদিকে গতকাল থেকেই শীতের পোশাক পরে ঘুরতে বের হলেও, কার্যত বাইরে বেরিয়ে সোয়েটার, জ্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে পর্যটকদের। হাওয়া অফিস সূত্রে খবর, কিছুটা দুর্বল হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।


অপরদিকে, সম্প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন তিন অতিথি আনা হয়েছে কোচবিহারের রসিক বিল মিনি জু-তে (Mini Zoo In Cooch Behar)।  ঝাড়গ্রাম মিনিজু থেকে কোচবিহারের তুফানগঞ্জ এর রসিকবিল মিনি জুতে নিয়ে আসা হয় তিন চিতা বাঘ সোহেল সুলতান ও শাহজাদাকে। এর মধ্যে সোহেল বয়স্ক  চিতাবাঘ, অন্য দুটি চিতা বাঘ ছোট। তারা সোহেলের সন্তান।


ইতিমধ্যে কোচবিহারের রসিকবিল মিনি জুতে রয়েছে রিমঝিম ও গরীমা নামে দুটি স্ত্রী চিতা বাঘ। তাদের সাথে যোগ হল আরও তিনজন নতুন পুরুষ অতিথি। ওদের আসার পর বর্তমানে এই তিন অতিথি নাইট সেলটারে ডাক্তারবাবুদের পর্যপক্ষণে রয়েছে, সেখান থেকে সবুজ সংকেত মিললেই, রিমঝিম ও গরিমার সঙ্গে তাঁদের রেখে দেওয়া হবে একই জায়গায়। তখন মিনি জুতে আসা পর্যটকরা দেখতে পারবেন নতুন তিন অতিথিকে। আপাতত তিন নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত বন দফতরের কর্মীরা। 


আরও পড়ুন, বড়দিনের ভোররাতে দুর্গাপুরে গ্যাস লিক করে জোড়া মৃত্যু, অসুস্থ ৬ 


কোচবিহার জেলার তুফানগঞ্জের রসিকবিল মিনি জু এই শীতের মরশুমে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মিনি জুতে রয়েছে একাধিক পশু পাখি। এতদিন রিমঝিম ও গড়িমা এই দুই চিতা বাঘ একাই ছিল মিনি জুতে।এবার তাদের পুরুষ সঙ্গী এসে যাওয়ায় পর্যটকদের কাছে যথেষ্টই আকর্ষণ বাড়বে এই রসিকবিলের।