অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) নতুন সদস্য। শাবকের জন্ম দিল মা জেব্রা দ্যুতি। মা-ছেলে সুস্থ আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 


কখনও মায়ের আদর খাচ্ছে। আপন মনে গুটিগুটি পায়ে হেঁটে-চলে ঘুরে বেড়াচ্ছে। কখনও আবার অবাক চোখে দেখছে তাকে দেখতে আসা মানুষজনকে। কখনও প্রথমবার এত মানুষ দেখে অস্বস্তিতে খুঁজছে মায়ের আড়াল। আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্যের আগমন। সোমবার দর্শকদের সামনে নিয়ে আসা হল এই জেব্রা ছানাকে (Zebra Kid)। 


আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, ১৯ অগস্ট, জন্মাষ্টমীর দিন জন্ম হয় এই জেব্রা শাবকের। এখনও নাম ঠিক না হলেও, জন্মাষ্টমীতে জন্ম হওয়ায় অনেকেই তাকে কৃষ্ণ ‍বা কানাহাইয়া বলে ডাকছেন। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর,  জন্মের পর প্রাথমিকভাবে মা ও জেব্রা শাবকটিকে অন্যদের থেকে পৃথক রাখা হয়েছিল। 


আলিপুর চিড়িয়াখানা অধিকর্তা আশিসকুমার সামন্ত জানান, এই নিয়ে চিড়িয়াখানায় জেব্রার সংখ্যা বেড়ে হল ৭। তার মধ্যে ৪টি মেয়ে ও ৩টি ছেলে। 



প্রসঙ্গত, চলতি মাসেই নতুন অতিথি আগমন হয়েছে বর্ধমান (burdwan) জুলজিক্যাল পার্কে (zoo)। সন্তানের জন্ম (birth) দিয়েছে চিতাবাঘ (leopard) 'কালি'। গত বছরই এক সন্তানের মা হয়েছিল কালি। ১১ অগাস্ট ফের সন্তানের জন্ম দেয় সে।


গত জুলাইয়ে বিশ্ব সর্প দিবসে আলিপুর চিড়িয়াখানার পক্ষে বাইরে আনা হয় গ্রিন ইগুয়ানা, গোসাপ, শাঁখামুটি সাপের ছানাদের। সেই সময়ই কর্তৃপক্ষ জানান, এই প্রথম আলিপুর চিড়িয়াখানা গ্রিন ইগুয়ানার বাচ্চা হয়েছে। কিছুদিনের মধ্যে এদের প্রকাশ্যে আনা হবে। তার আগে, ফেব্রুয়ারি মাসে শাবকের জন্ম দেয় জিরাফ মা তৃণা। মা-ছেলে সুস্থ আছে বলে জানিয়েছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আবার গত বছর জুলাইয়ে আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নেয় নটি অ্যানাকোন্ডা। কর্তৃপক্ষ জানান, দেশের সমস্ত চিড়িয়াখানার মধ্যে সবথেকে বেশি অ্যানাকোন্ডা রয়েছে আলিপুর চিড়িয়াখানাতেই। সংখ্যার ভিত্তিতে দেশের সমস্ত চিড়িয়াখানার মধ্যে এগিয়ে তারাই। নতুন জন্মানো নটি অ্যানাকোন্ডা সুস্থই, জানানো হয়েছিল চিড়িয়াখানা সূত্রে। ২০১৯ সালের জুন মাসে চেন্নাই থেকে আলিপুরে যে চারটি হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল, প্রথম এক বছর পর তাদেরই আরও সাতটি অ্যানাকোন্ডার জন্ম হয়। সদ্যই চিড়িয়াখানায় নতুন অতিথি আসার পর এখন অ্যানাকোন্ডার সংখ্যা দাঁড়ায় মোট কুড়ি-তে। 


আরও পড়ুন- স্বাস্থ্য সাথীতে একাধিক দুর্নীতির অভিযোগ, বেনিয়ম রুখতে কড়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের