অরিন্দম সেন, আলিপুরদুয়ার:  আলিপুরদুয়ার (Alipurduar) নতুন জেলা কমিটি (BJP District Committee)  নিয়ে অস্বস্তিতে বিজেপি।     ৭ মাস আগে দলত্যাগী নেতার নাম দেখা গেল বিজেপির নতুন জেলা কমিটিতে ।  আলিপুরদুয়ার জেলা বিজেপির নতুন কমিটিতে সহ-সভাপতি ভাস্কর দে-র (Bhaskar Dey) নাম থাকা নিয়ে বিতর্ক। ওই নেতা বলেছেন, তিনি বেশ কয়েকমাস আগেই দল ছেড়েছিলেন। ভাস্কর দে বলেছেন,  গত  বছরের জুনে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দলত্যাগ করেছিলেন তিনি। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন জেলা কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে। তবে এ ব্যাপারে গেরুয়া শিবির বলেছে, তাঁর দলত্যাগের বিষয়টি জানা ছিল না। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 


গত বছরের জুন মাসে বিভিন্ন অভিযোগে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ত্যাগ করেছিলেন ভাস্কর দে । অথচ নব-ঘোষিত বিজেপি জেলা কমিটিতে দলত্যাগী ওই বিজেপি নেতার নাম থাকায় বিতর্ক দেখা দিয়েছে । ক্ষুব্ধ  দলত্যাগী নেতার আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন।


জানা গিয়েছে, গতকাল বুধবার আলিপুরদুয়ার জেলা বিজেপির নতুন কমিটি ঘোষিত হয়। দেখা যায়, জেলা সভাপতির স্বাক্ষরসহ জেলার সেই ২৫ জনের কমেটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন দলত্যাগী প্রাপ্তন বিজেপি নেতা ভাস্কর দে। ভাস্কর দে-র অভিযোগ, দার্জিলিং জেলা পর্যবেক্ষক থাকাকালীন গত ২২-শে জুন ২০২১ তিনি ই-মেল করে বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে দলত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। পাশাপাশি প্রেস বিবৃতি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেনও বলে দাবি তাঁর। বর্তমানে বিজেপির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।  অথচ প্রায় সাত মাস পর হঠাৎ করেই নতুন জেলা কমিটিতে ফোন নম্বরসহ তার নাম থাকায় তিনি হতবাক এবং ক্ষুব্ধ। ভাস্কর দে বলেছেন,  বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনেপ্রানে সমর্থনও করেন। ফলে এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর হুমকি দিয়েছেন পেশায় আইনজীবী দলত্যাগী এই বিজেপি নেতা। তাঁর দাবি, বিজেপি নেতৃত্ব তাঁকে কাটো করে দেখাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করেছেন। 


এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তারা বলেছে, বিজেপি যে দেউলিয়া, এই ঘটনা তারই প্রমাণ।