সৌভিক মজুমদার, কলকাতা : আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির (Alipurduar Co Operative Scam) অভিযোগে তদন্ত করবে CBI-ED-ই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেই, রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে না CID-কে।


আদালত আশা করবে, দুর্নীতির তদন্তের গুরুত্ব দিয়ে করবে CBI ও ED। গ্রেফতার করবে অভিযুক্তদের। দোষীরা যে কাউকে কিনতে পারে। এই তদন্ত সারদাকাণ্ডের (Sarada Scam) মতো হতে দেওয়া যাবে না। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে বারবার ভর্ৎসনা করার পর, এবার আলিপুরের সমবায় দুর্নীতি মামলাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কার্যত সতর্ক করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court)। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন, ১৮ অক্টোবর, তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে।


হাকিম বদলালেও হুকুম যে বদলাচ্ছে না, তার ইঙ্গিত মঙ্গলবারই পাওয়া গিয়েছিল। আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে তদন্ত করবে CBI-ED-ই।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেই, রায় দিল হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। ফলে সমবায় সমিতিতে দুর্নীতির মামলায় ফের ধাক্কা খেল রাজ্য সরকার। তবে, CID-কে স্বস্তি দিয়ে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ খারিজ করল এই বেঞ্চ।


গতবছর নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের। দুটি ফ্ল্য়াটে হানা দিয়ে নগদ ৫০ কোটি টাকার পাহাড় খুঁজে পেয়েছিল ইডি।
আর আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতেও ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। ৩ বছর ধরে CID তদন্ত করলেও, তাতে সন্তোষ প্রকাশ করেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।


গত ২৪ অগাস্ট, ওই মামলায় CBI-ED-কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারের আইনজীবী সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালে, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, ১৮ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি CBI ও ED-র হাতে তুলে না দিলে, রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও এজলাসে ডেকে পাঠানোর হুঁশিয়ারি দেন। নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে CID'কে ৫ লক্ষ টাকা জরিমানা করেন।


সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলছিল মামলার শুনানি। বৃহস্পতিবার সেই মামলার রায় দিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ভার্চুয়াল মাধ্যমে নির্দেশ দেয়, আলিপুরদুয়ারের সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে তদন্ত চালাবে CBI ও ED। তবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে স্বস্তি দিয়ে, জরিমানার নির্দেশ খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে না CID'কে। CID'র বিরুদ্ধে করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যও, নির্দেশনামা থেকে সরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।


আরও পড়ুন- 'দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী', সুখবর জানালেন মুখ্যমন্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন