অরিন্দম সেন, আলিপুরদুয়ার : ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল (Alipurduar District Hospital) চত্বরে মশার বাড়বাড়ন্ত। হাসপাতাল চত্বরেই আবর্জনার স্তূপ। আর তাতেই জমছে জল। এনিয়ে পুরসভার কোর্টে বল ঠেলেছেন হাসপতাল সুপার। পুরসভার দাবি, দ্রুত সমস্যার সমাধান হবে।


জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue Scare)। রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালে। কিন্তু, হাসপাতালই কার্যত ডেঙ্গির আঁতুড়ঘর! আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরের একাংশ দেখে মনে হতে পারে কোনও ডাম্পিং গ্রাউন্ডে চলে এসেছেন। আবর্জনার গন্ধে টেকা দায়।


হাসপাতাল চত্বরে প্লাস্টিক, মেডিক্যাল বর্জ্যের পাহাড়। পড়ে থাকা প্লাস্টিকে জমছে জল। শুধু তাই নয়, নিকাশি নালাও তথৈবচ। জায়গায় জায়গায় আটকে জল। রোগীর আত্মীয়দের অভিযোগ, আবর্জনা পরিষ্কার না হওয়ায় তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। বাড়ছে সংক্রমণের আশঙ্কা, সঙ্গে মশার (Mosquito) বাড়বাড়ন্ত। জমা থাকা নোংরা আবর্জনার অনতিদূরেই মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও ফল হয়নি। এই পরিস্থিতির জন্য অবশ্য পুরসভার দিকে দায় ঠেলেছেন হাসপাতালের সুপার।


যে প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেছেন, 'আমাদের অন্য জায়গা নেই ওখানে ফেলা হয়। প্রতিদিন পুরসভার নিয়ে যাওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। পুরসভা ভ্যাট তৈরি করছে। সেটা হলে কমবে। কিন্তু কবে তৈরি হবে তা জানা নেই।' এদিকে, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেছেন, পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ সম্পন্ন হলেই হাসপাতালের বর্জ্য সরিয়ে নেওয়া হবে। বৃষ্টির জন্য কাজ ধীর গতিতে হচ্ছে।


আলিপুরদুয়ারের জেলাশাসকের দাবি, জরুরি ভিত্তিতে বর্জ্য পরিষ্কারের জন্য পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বলেছেন, 'হাসপাতালের এই বর্জ্য নিয়ে প্রশাসনিক বৈঠকে পুরসভার চেয়ারম্যানকে সাপ্তাহিক পরিষ্কার করার কথা বলা হয়েছে। রাজ্যের তরফেও নির্দেশ এসেছে। জরুরি ভিত্তিতে এই কাজ করার জন্য চেয়ারম্যানকে বলা হয়েছে।'


প্রশাসনের আশ্বাস মিলেছে। কিন্তু কাজ কবে শেষ হবে, আলিপুরদুয়ারবাসীর কাছে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন ।                             


আরও পড়ুন- পরিবার সিপিএম করায় শাস্তি ! সালারে বোমাবিদ্ধ ১২ বছরের শিশু


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial