অরিন্দম সেন, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar District Hospital ) রোগীর পরিজনদের ওপর ভেঙে পড়ল লোহার শেড। জখম হয়েছে এক নাবালিকা সহ ৩ জন। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে। নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাক হাসপাতালের মেন গেট দিয়ে ঢুকে, বিশ্রামাগারের পিলারে ধাক্কা মারে। এরপরই নড়বড়ে হয়ে যাওয়া শেডটি রোগীর পরিজনদের মাথায় পড়ে। গুরুতর আহত হয় ১৬ বছরের এক কিশোরী সহ ২ জন। একজনের হাতে অস্ত্রোপচার করতে হয়েছে। হাসপাতাল সুপার জানিয়েছেন ২ জনের অবস্থা স্থিতিশীল। প্রত্য়েকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও গোটা ঘটনায় ছড়িয়েছে প্রবল আতঙ্ক। বিশ্রামাগারে দুর্ঘটনার সময় লোকসংখ্যা কম থাকায় ৩ জন আহত হয়েছেন। কিন্তু লোকসংখ্যা বেশি থাকলেও আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা।


কীভাবে দুর্ঘটনা


হাসপাতাল (Hospital) সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক ধরে জেলা হাসপাতালে নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। অভিযোগ, নির্মাণ সামগ্রী বোঝাই একটি একটি ট্রাক হাসপাতালের মূল প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করে ডান পাশের রাস্তায় বাঁক নিতে গিয়ে ব্লাড ব্যাংকের (Blood Bank) উল্টো দিকে থাকা রোগীর পরিবারের জন্য নির্মিত বিশ্রামাগারে ধাক্কা দেয়। বড় ট্রাকের জোরাল ধাক্কায় প্রায় ৩০০ মিটার লম্বা বিশ্রামাগারের প্রায় সমস্ত লোহার পিলারের গোড়া জয়েন্ট থেকে সরে যায়। একপাশে ঝুঁকে পড়ে মরনফাঁদ হয়ে রয়েছে শেডটি। আচমকাই এই ঘটনায় বিশ্রামরত বেশ কিছু রোগীর পরিবার লোহার পিলারের ধাক্কায় জখম হয়। 


কী অবস্থা আহতদের


দিদিমার চিকিৎসার জন্য ভর্তি থাকায় হাসপাতালে এসে অপেক্ষার মাঝে বাবার সঙ্গে খাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে নাবালিকাটি। পিলারের নিচে চাপা পড়ে কোমরে গুরুতর চোট পেয়েছে ওই নাবালিকা। অপর একজনের বাঁ হাতের কবজি থেঁতলে যায় লোহার শেডের জেরে। যার হাতে অস্ত্রোপচার করতে হয়েছে। অপর একজন আঘাত পেয়েছেন কাঁধে। এই মুহূর্তে প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতীশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। 


আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার রাজা সাহা জানান, দুর্ঘটনাবশত বিশ্রামাগারের শেড ভেঙে নাবালিকাসহ তিনজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর জখম দু'জন বর্তমানে স্থিতিশীল। তিনজনেরই চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্ত শেডটি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। 


আরও পড়ুন- জোটেনি অ্যাম্বুল্যান্সের টাকা, ট্রেনে রোগীকে নিয়ে যাওয়ার পথে স্টেশনেই মৃত্যু, ভাতারে ফিরল জলপাইগুড়ির মর্মান্তিক ঘটনা