সঞ্চয়ন মিত্র, কলকাতা : আজ থেকে আবহাওয়ার পরিবর্তন (Weather Forecast)। একদিকে তাপপ্রবাহ (Heatwave) চলবে অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Thunderstrom)। রবিবার থেকে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও কতটা স্বস্তি মিলবে তা নিয়ে সন্দেহে আবহাওয়াবিদরা।
উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত (Depression) রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যার টানে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর অন্যদিকে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম বাতাস। এই দুইয়ের সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে (Rain in South Bengal)। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে আর সেই কারণেই বৃষ্টি পার্বত্য এলাকায়। উপরের দিকের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একসঙ্গে মালদা (Malda) উত্তর ও দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) আজ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের সব জেলায়।
আজ প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), ঝাড়গ্রাম (Jhargram) এবং বীরভূমে (Birbhum)। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আজ প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি। আজ উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উপকূলের জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
আজ ভোরে কলকাতা (Kolkata) ও সংলগ্ন কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হয়। বেলা বাড়লে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সতর্কতা থাকবে না। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতায় রবিবার এবং সোমবার দুদিনই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু বৃষ্টি নয়, দমকা ঝড় হাওয়া বইবে। তবে কিছুক্ষণের জন্য এই বৃষ্টিতে পুরোপুরি স্বস্তি ফিরবে না। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি।
গত তিন দিন টানা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে বাঁকুড়ার তাপমাত্রা। গতকাল মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়ায় ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পানাগড় ৪৩.৯ ডিগ্রি ও শ্রীনিকেতন ৪৩.৬ ডিগ্রি। উত্তরবঙ্গের মালদাতে রেকর্ড হয়েছে ৪২.১ ডিগ্রি। রাজ্যের ২০টি জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে তাপমাত্রা।
আরও পড়ুন- ২৫ এপ্রিল থেকে ২৫ জুন, টানা ২ মাস জেলাতেই অভিষেক, ভোটটা কবে?