অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বনদফতরের বিশেষ গাড়িতে পৌঁছে দেওয়া হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের। জঙ্গল সংলগ্ন প্রত্যন্ত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বনদফতরের এই উদ্যোগ বেজায় খুশি পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার পাশের জেলা জলপাইগুড়ির রাজগঞ্জে হাতির হামলায় এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হামলায় মারা যায় ওই পড়ুয়া। এই ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেই পরীক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে দ্রুত উদ্যোগ নেয় বনদফতর। বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষও হাতির হামলা রুখতে জঙ্গল লাগোয়া এলাকা ও রাস্তায় কঠোর নিরাপত্তা রাখার ব্যবস্থা করে। পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের উদ্যোগ নেওয়া হয়। বক্সার জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকার বাসিন্দা পরীক্ষার্থীদের তুলে নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বনরক্ষীদের দিয়ে তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের তরফে। পাশাপাশি বক্সা বনদফতরও এমন উদ্যোগ গ্রহণ করে। এরজন্য বনদফতরের হাতি তাড়াবার বিশেষ গাড়ি ঐরাবতকেও ব্যবহার করা হচ্ছে। জঙ্গল পেরেয়ে সেই গাড়ি একে একে পরীক্ষার্থীদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে।
বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল লাগোয়া জয়ন্তি, বক্সা ভুটিয়াবস্তি, রাজাভাতখাওয়ার মতো এলাকায় রয়েছে যেগুলি জেলার প্রত্যন্ত এলাকা। সেখানে থাকা পরীক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রে যাতায়াতেরও ঝামেলাও আর নেই, হচ্ছে না খরচও। বনদফতরের এমন ভূমিকায় খুব সন্তুষ্ট পরীক্ষার্থী ও তাদের বাড়ির লোকজন।
একাধিক গাড়ি ব্যবহার:
প্রশাসনসূত্রে খবর, জেলা প্রশাসনের তরফে ৩৩টা গাড়ি, বক্সা ব্যাঘ্র প্রকল্পের তরফে ৫টা গাড়ি রয়েছে। যার মাধ্যমে মোট ১৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি, বক্সা বনদফতরের মতোই জলদাপাড়া জাতীয় উদ্যানের তরফেও ২২টা গাড়ি দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে বলে প্রশাসনসূত্রে খবর।
রাজগঞ্জের ঘটনায় শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি (Siliguri) থেকে তিনি বলেন, 'এর থেকে মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না। যখন এরা দল বেঁধে আসে তখন এটা হয় না। তখন ফরেস্টের লোকেরা নিয়ন্ত্রণ করতে পারে। যখন একা হয়ে যায়,মাথা ঠিক থাকে না। এখানে ওখানে ঘুরে বেড়ায়। কেউ তো জানত না এরকম ঘটনা ঘটবে। আমি আজকে শিক্ষা দফতরকে বলেছি প্রয়োজন হলে জঙ্গল এলাকায় যারা থাকে তাদের জন্য পরীক্ষার সময় বাসের বন্দোবস্ত করতে। কিন্তু হাতির দল বাসও উল্টে দিতে পারে। বন দফতরকে আর একটু সিরিয়াস এবং পুলিশকেও বলব নজর রাখতে। জলপাইগুড়ির জেলাশাসক এবং গৌতম দেবকে।'
আরও পড়ুন: পুর আধিকারিককে মারধর, মামলা দায়ের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে