অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সকাল সকাল মাছ ধরতে বেরিয়েছিলে। কিন্তু আর বাড়ি ফেরা হল না এক ব্যক্তির। হাতির হানায় বেঘোরে মারা গেলেন তিনি (Elephant Attack)। হাতির সামনে পড়ে গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
আলিপুরদুয়ারের ছিপড়া জঙ্গলে হাতির হানা
আলিপুরদুয়ারের (Alipurduar News) ছিপড়া জঙ্গল এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম নারায়ণ ঘোষ। বয়স ৬২ বছর। পশ্চিম নারারথলি গ্রামের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার ভোরে গ্রামের অন্য কয়েক জনের সঙ্গে মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়েছিলেন (Fiseherman Dead)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাইকেলে চেপে এগোচ্ছিলেন সকলে। জঙ্গলের পথ ধরে রায়ডাক নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। সেই সময় হাতির দল তাঁদের উপর একদল হাতি হামলা করে।
স্থানীয়রা জানিয়েছেন, নারায়ণের সঙ্গে আরও একজন হাতির দলের মুখে পড়েন। বাকিরা সাইকেল ঘুরিয়ে কোনও রকমে পালিয়ে আসেন ঘটনাস্থল থেকে। পরে জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয় ছিপড়া জঙ্গল থেকে।
দলবেঁধে দু’জনের উপর চড়াও হয় হাতির দল
বিষয়টি জানাজানি হতেই জঙ্গলে ছুটে যান এলাকার মানুষ জন। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখানে নারায়ণকে মৃত বলে ঘোষণা করেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। তাঁর সঙ্গীর নাম সুভাষ বর্মন। তিনি গুরুতর জখম হন। আলিপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি।
মামাভাগিনায় স্প্রে মেশিনে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ
অন্য দিকে, উত্তর ২৪ পরগনার মামাভাগিনায় স্প্রে মেশিনে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। ১৯টি সোনার বিস্কুট-ও বাজেয়াপ্ত করেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। উদ্ধার হওয়া সোনার মোট পরিমাণ ২ কেজি ২১৬ গ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালান। তাতেই সাফল্য মেলে বলে খবর। স্প্রে মেশিনের মধ্যে লুকিয়ে পাচার করা সোনার ১৯টি বিস্কুট উদ্ধার হয়। এই বিস্কুটগুলি স্প্রে মেশিনে লুকিয়ে নিয়ে এসেছিল এক বাংলাদেশি চোরাচালানকারী। কিন্তু বিএসএফ জওয়ানদের দেখে বাংলাদেশে পালিয়ে যায় সে, জানা গিয়েছে এমনই।