আলিপুরদুয়ার: পাঁচ দিনের মধ্যেই হত্যা-রহস্যের কিণারা। এমনই দাবি পুলিশের। অস্তঃসত্ত্বা স্ত্রীকে (Pregnant Wife) খুনের (Murder) অভিযোগে প্রেমিকা-সহ স্বামী গ্রেফতার। আলিপুরদুয়ারে (Alipurduar) খুনের ৫ দিনের মাথায় প্রেমিকা-সহ স্বামীকে গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য, ১৩ জানুয়ারি জয়গাঁওয়ে এশিয়ান হাইওয়েতে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গাড়ির মধ্যে ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ মেলে। গলায় ছিল ধারাল অস্ত্রের আঘাত। চালকের আসনে বসা স্বামীর পিঠেও ছুরির আঘাত ছিল।
পুলিশ জানিয়েছে, ‘আলিপুরদুয়ার থেকে কোচবিহার ফেরার পথে স্ত্রীকে খুন করে অভিযুক্ত। মাঝরাস্তায় প্রেমিকাকে গাড়িতে তুলে স্ত্রীকে খুন করে ছিনতাইয়ের দাবি করে অভিযুক্ত। নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পরেই স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তদন্তে নেমে পুলিশের জেরা, বক্তব্যে অসঙ্গতি মেলে বলে বলে পুলিশের দাবি। নিহতের স্বামীকে জেরা করে ষড়যন্ত্রের অভিযোগে প্রেমিকাকেও গ্রেফতার করা হয়েছে।