কলকাতা: ছবিটা একটা শ্যুটিং ফ্লোরের। ইঁটরঙা পাঞ্জাবি আর কালো জহর কোটে বসে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। আজ অভিনেতার জন্মদিন। ২০২০ সালে জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন তিনি। রুপোলি পর্দার কিংবন্তিকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন বর্তমান নায়ক, নায়িকারা। শেষবারের মত পরব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নিজের বায়োপিকে কাজ করেছিলেন তিনি। ছবির নাম ছিল 'অভিযান'। কিন্তু সেই ছবি মুক্তির আগেই বিদায় নিয়েছে ছবির প্রাণকেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ছবি শেয়ার করে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পরমব্রত। ছবিটা একটা শ্যুটিং ফ্লোরের। ইঁটরঙা পাঞ্জাবি আর কালো জহর কোটে বসে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সামনে স্যুপের বাটি রাখা থাকলেও অভিনেতার মন অন্যদিকে। পিছন থেকে উঁকি দেওয়া ক্যামেরার লেন্স জানান দেয়, শ্যুটিং চলছে। এই ছবিটি ভাগ করে নিয়ে পরমব্রত লিখেছেন, 'তোমার তুলনা আমি খুঁজি না কখনও, বহু ব্যবহার করা কোনও উপমায় ... শুভ জন্মদিন মহীরুহ!'
এখনও মুক্তি পায়নি 'অভিযান'। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নিজের বয়সকালের ভূমিকাতেই অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিংবদন্তির অল্পবয়সের চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত।
অন্যদিকে আজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন বাংলার 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ঠিক দুটো বাক্য। তাতেই প্রিয় 'সৌমিত্র কাকু'-র সঙ্গে সারলেন ছোট্ট কথোপকথন। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুই বয়সের দুটি ছবি একসঙ্গে কোলাজ করে পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আবেগঘন ক্যাপশনে লিখলেন, 'ভালো আছো তো সৌমিত্র কাকু? আমি নিশ্চিত ওখানেও সবাইকে তোমার ফাইটিং স্পিরিট শিখিয়ে দিয়েছ। প্রণাম নিও।' (অপরিবর্তিত)
আরও পড়ুন: 'ট্রোলারদের কথা ভেবে' জিমে গান গাইলেন শ্রীলেখা মিত্র
প্রসেনজিৎ ও সৌমিত্র চট্টোপাধ্যায় একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তি পায় তাঁদের জনপ্রিয় 'প্রাক্তন' ছবিটি।
২০২০ সালে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর নেগেটিভও হন। কিন্তু করোনার জেরে কো-মর্বিডিটি তিনি কাটিয়ে উঠতে পারেননি। শেষ পর্যন্ত সমস্ত লড়াই থামিয়ে পাড়ি দেন পরলোকে।