অরিন্দম সেন ও রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার: ভুটান (Bhutan) পাহাড়ে প্রবল বৃষ্টির জের। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ারের (Alipurduar) জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস। জয়গাঁওয়ের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন। আজ ভোরে হাসিমারা ঝোড়ায় জল উপচে ভেসে যায় আশপাশের এলাকা। স্থানীয়দের আশঙ্কা, নদীগর্ভে তলিয়ে যেতে পারে ঝর্নাবস্তি সংলগ্ন একাধিক বাড়ি। ঘটনাস্থলে ব্লক প্রশাসনের আধিকারিক। রাস্তা মেরামতির তোড়জোড় চলছে।

জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস: আগামী কয়েকদিন উত্তরবঙ্গে (North Bengal) ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরই মধ্যে প্রবল বৃষ্টি ভুটান পাহাড় এবং সিকিম পাহাড়ে। আলিপুরদুয়ারের জয়গাঁও শহরে ঝর্নাবস্তির রাস্তায় ধস হয় এদিন। হাসিমারা ঝোড়ায় জলোচ্ছ্বাসের জেরেই এই অবস্থা। এই ধসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন আশপাশের এলাকার সঙ্গে। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে নদী গর্ভে তলিয়ে যেতে পারে একাধিক বাড়ি। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে প্রশাসনের আধিকারিকরা। যেভাবে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, তাতে আতঙ্কিত স্থানীয়রা। 

ঝর্নার জল খেতে বাধ্য হচ্ছেন পর্যটকরা: সম্প্রতি প্রবল বৃষ্টির জেরে শনিবার সিকিমের ( Sikkim ) সিংতামে ধসও নামে। এমন আরও ধস নামার আশঙ্কার কথাও শুনিয়ে রেখেছিলেন আবহাওয়া অফিসের অধিকর্তারা। তাই পর্যটকরা ভয়কে সঙ্গী করেই ব্যাগ পিঠে তুলে নিচ্ছেন। এরই মধ্যে ধস নেমেছে নেপালে ( Nepal Disaster )। আর তার জেরে  নেপালে গিয়ে ধসে আটকে পড়লেন বহু বাঙালি পর্যটক। সম্প্রতি মুক্তিনাথ দর্শনে যান রাজ্যের বিভিন্ন জেলার বাঙালি পর্যটকরা। তাঁরা জানিয়েছেন, গত পাঁচদিন ধরে নেপালে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রায় ১৫টি জায়গায় ধস নেমেছে। এর ফলে আটকে পড়েছে পর্যটক বোঝাই একাধিক গাড়ি। খাবার ও পানীয় জলের সমস্যাও প্রকট হচ্ছে প্রতিনিয়ত। ঝর্নার জল খেতে বাধ্য হচ্ছেন পর্যটকরা। দিল্লির তরফে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। 

এদিকে উত্তরপ্রদেশে একটানা প্রবল বৃষ্টি। বহু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লখনউ, আগরা, গোন্ডা ও বুলন্দশহর জেলায় আজও সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।উত্তরাখণ্ডেও গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্রের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: North 24 Parganas Weather: ভোররাতে তুমুল বৃষ্টি, সকাল হতেই রোদের দেখা, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?