অরিন্দম সেন, আলিপুরদুয়ার : এবার জেলা যুব তৃণমূল (TMC) কংগ্রেসের সাধারণ সম্পাদককে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায়। খুনের হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই ব্যক্তির পরিবার। এমন ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।
জানা যাচ্ছে, গত ২৪ অগাস্ট ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা দেবজিৎ পালের ফোনে রাত প্রায় ১২টা নাগাদ একটি অজ্ঞাত নম্বর থেকে হোয়াটস অ্যাপ কল আসে। দেবজিৎ দাস দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন বলে সূত্রের খবর। বর্তমানে তিনি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকও বটে। জানা গিয়েছে, হোয়াটস অ্যাপ কলে হিন্দিতে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি এমনও হুমকি দেওয়া হয় যে, তাঁকে দু’দিনের মধ্যে প্রাণেও মেরে ফেলা হবে। ফোনের ওপারে থাকা ব্যক্তিকে বারবার পরিচয় জানতে চাওয়া হলেও, সে নিজের পরিচয় জানায়নি। এমন ফোন পাওয়ার পরই বুধবার সকালে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন দেবজিৎ পালের পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, রাজনীতিতে মোটেই নতুন নন দেবজিৎ পাল। জানা যাচ্ছে, ২০০৭ সাল থেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। তবে, রাজনীতি করলেও তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই বলেই তিনি জানিয়েছেন। পাশাপাশি, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে বলেও তাঁর কোনও ধারণা নেই বলে জানিয়েছেন।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা সহ-সভাপতি জয়ন্ত রায় এই প্রসঙ্গে বলেন, 'পশ্চিমবঙ্গে যে শাসক দলের নিরাপত্তা নেই, তা আবারও প্রমাণিত হল। পুলিশ তো দলদাসের ভূমিকা পালন করে। তাছাড়া, নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকে। সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও এমনটা হতে পারে। যদিও এটা পুরোটাই ওদের বিষয়। তবে, একটা বিষয় নিশ্চিত যে রাজ্যের মানুষ একেবারেই নিরাপদে নেই।'