অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ফালাকাটায় শিশুকন্যাকে ধর্ষণ-খুনের ৩ দিন পর ঘটনাস্থলে এল ফরেন্সিক দল। তিন জনের ফরেন্সিক দল এদিন দুপুরে ফালাকাটার খগেনহাট এলাকায় এসে অভিযুক্তের বাড়িতে যান। সেখানে এই মুহূর্তে তারা নমুনা সংগ্রহ করছে।
উত্তাল আলিপুরদুযারের ফালাকাটা, ঠিক কী হয়েছিল ?
মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উত্তাল আলিপুরদুযারের ফালাকাটা। নিহত শিশুকন্যার মা বলেন,'আমার মেয়ের বয়স ৬ বছর এখন হচ্ছে। সামনের মাসে আমার মেয়েটার জন্মদিন।'নির্যাতিতা ও নিহত শিশুকন্যার দাদু বলেন,আমি দাদু, আপদ, আমি চোখে দেখি না। আমি দাদু, আমি দাদু। ওই মেয়ে রাতে আমাকে ধরে ধরে নিয়ে যায়।' দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের আঙুল ওঠে দুই স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে
এই ভয়ঙ্কর ঘটনায় অভিযোগের আঙুল ওঠে দুই স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। এর পর মনাকে গাছে বেঁধে শুরু হয় গণপ্রহার। মৃত্যু হয় তার। অপর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিচারের দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। বিডিওকে ঘিরে ওঠে স্লোগান। নাবালিকার ময়নাতদন্ত হয় কোচবিহার MJN মেডিক্যাল কলেজ হাসপাতালে।এরই মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড গঠন করা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।
ফালাকাটায় ৩ দিন পর ফরেন্সিক দল
কোচবিহার MJN মেডিক্যাল সূত্রে খবর, একমাত্র ফরেন্সিক বিশেষজ্ঞ ছুটিতে থাকায় বাধ্য হয়ে ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই ময়নাতদন্তে ৩ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে একথা জানিয়েছে কর্তৃপক্ষ। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহেই ফালাকাটার ঘটনায় ময়নাতদন্ত নিয়ে নতুন বিতর্ক তৈরি হল। প্রসঙ্গত, একদিকে আরজি কর কাণ্ডের পর বিচারের দাবিতে স্লোগান উঠছে দিকে দিকে, আর তারই মাঝে একের পর এক মর্মান্তিক ঘটনার মুখে পড়ে, প্রশ্নের মুখে নারী সুরক্ষা।
আরও পড়ুন, আজ RG কর-মামলার জোড়া শুনানি, প্রথম চার্জশিটে সঞ্জয়ের নাম, আদালতে পেশ সন্দীপ-সহ ঘনিষ্ঠদের..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।