কলকাতা: সুপ্রিম-শুনানির আগের দিন আজ আর জি কর-মামলার জোড়া শুনানি রয়েছে। ৮৭ দিনের মাথায় আজ আর জি কর মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর সম্ভাবনা। একদিকে, আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি হবে। আদালতে পেশ করা হবে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসক ও TMCP নেতা আশিস পাণ্ডে, দুই মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসর আলিকে। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে উঠে এসেছে।   


হাসপাতালের অ্যানাস্থেসিওলজির অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ ও ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের নাম। এদিন সেই সম্পর্কে CBI নতুন কোনও তথ্য পেশ করে কি না, সেটাই দেখার। অন্যদিকে, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আজ শিয়ালদা কোর্টে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। বিচারক জানিয়েছেন, এই মামলার শুনানি হবে রুদ্ধদ্বার এজলাসে। বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য সপ্তাহে ৩-৪ দিন শুনানি হবে।


জেলবন্দি সঞ্জয়ের বিরুদ্ধেই মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ এনেছে সিবিআই। ১০ অগাস্ট যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় ৯ অগাস্ট সকালে। সিবিআই সূত্রে দাবি, ৮ অগাস্ট রাত থেকে ৯ অগাস্ট সকাল অবধি সঞ্জয় রায়ের গতিবিধি তারা ট্র্য়াক করেছে। কেন তারা মনে করছে সঞ্জয়ই এই ঘটনা ঘটিয়েছে, চার্জশিটে সিবিআই তারও উল্লেখ করেছে বলে সূত্রের খবর।  এরপরেই ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আদালতে হাজির করার নির্দেশ দেয় আদালত।


আরও পড়ুন, তিন বছর পর বাড়ি ফিরেই নলি কেটে খুন গাড়ির চালক, ঘটনাস্থলে মিলল লেডিজ সাইকেল


আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের ঘটনা সামনে আসার পর, বিভিন্ন মহলে একটাই প্রশ্ন উঠেছিল, এটা ধর্ষণ না গণধর্ষণ? একজন যুক্ত না একাধিক? এই পরিস্থিতিতে আপাতত সিবিআইয়ের প্রথম চার্জশিটে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েরই নাম উল্লেখ করা হল। সূত্রের দাবি, চার্জশিটে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, তদন্ত এখনও শেষ হয়নি। বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য়প্রমাণ নষ্টের বিষয়টি উঠে এসেছে।  তা নিয়ে তদন্ত এখনও চলছে। আগামীদিনে সেই বিষয়েও তথ্য় সামনে আনা হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।