অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বেআইনি কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের তৃণমূল সভাপতি। তার প্রায় মাসখানেক পর নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বীরেন্দ্র বারা (ওঁরাও)-কে নতুন ব্লক সভাপতি ঘোষণা করেছে তৃণমূল।
৬ ফেব্রুয়ারি অবৈধ কাঠ মজুত রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কালচিনি ব্লক তৃণমূল সভাপতি পাশাং লামা। ৩ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর সেখানে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশিকে একটি নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কালচিনিকে একজন সব হেরিটেজ বিক্রি করে দিচ্ছে। দ্রুত সেই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই পাশাং লামার কালচিনির বোকেনবাড়ির বাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রচুর বেআইনি কাঠ। সেই ঘটনায় গ্রেফতার হয় পাশাং লামা। পরদিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি পাশাংকে ব্লক সভাপতির পদ থেকে বহিষ্কার করে তৃণমূল। তারপর থেকেই কালচিনির ব্লক সভাপতির পদ ফাঁকা ছিল। সেখানেই ঘোষণা করা হয় নতুন ব্লক সভাপতি বীরেন্দ্র বারার (ওঁরাও) নাম।
গত বিধানসভা নির্বাচনের পরে বিজেপি প্রাক্তন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার তৃণমূলে যোগ দেন, তখনই তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক বীরেন্দ্র। কয়েকদিন আগেই বীরেন্দ্রকে দলের চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্টাল কমিটির সভাপতি পদে বসিয়েছে তৃণমূল। এবার দেওয়া হল ব্লক সভাপতির দায়িত্বও।
গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন জেলা বিজেপির সভাপতি ভূষণ মোদক। তিনি বলেন, 'তৃণমূলের যোগ্য নেতার অভাব রয়েছে। বিজেপি ত্যাগ করে যাওয়ার পরই ওই নেতাদের বিভিন্ন পদ দেওয়া হয়। বিজেপি নেতা তৈরি করে। যাঁরা ওদিকে যান তাঁদের উপর ভর করেই ওঁদের দল চলে।' এই দাবিকে উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: গাড়িচালক, করত গানবাজনাও! কাউন্সিলর খুনে ধৃতর রয়েছে আরও অপরাধের রেকর্ড