অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে গেটম্যানকে খুনের ঘটনায় পুনর্নির্মাণ করল পুলিশ। অভিযুক্তদের ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণ করা হয়। উদ্ধার হয়েছে অস্ত্রও, এমনটাই পুলিশ সূত্রে দাবি।


আলিপুরদুয়ারে গলা কেটে খুন করা হয়েছিল রেলকর্মীকে! সেই হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্রও। বুধবার গভীর রাতে রেলগেটে কর্তব্যরত অবস্থায় খুন হন গেটম্যান তাপস মল্লিক। আলিপুরদুয়ার জংশন ও শামুকতলার মাঝে এসকে ১১১ নম্বর রেলগেট থেকে ১৫০ মিটার দূরে উদ্ধার হয় রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় জড়িত সন্দেহে ৩ যুবককে গ্রেফতার করে আলিপুরদুয়ার জংশনের জিআরপি।


জিআরপি সূত্রে খবর, গলার নলি কাটা অবস্থায় পড়েছিল দেহ। রেলট্র‍্যাকে তাজা রক্তের ছাপ ছিল। এমনকি, রেলগেটের অফিস ঘরেও রক্ত ফোঁটা ছিটিয়ে পড়েছিল। সেখানে ধস্তাধস্তির চিহ্নও ছিল। এর থেকেই জিআরপি অনুমান ছিল, রেলগেটের অফিসেই তাঁকে খুন করা হয়েছে। জানা যায়, আলিপুরদুয়ার জংশন থেকে শামুকতলা মাঝে এসকে ১১১ নং রেলগেটে বুধবার রাতে কর্তব্যরত ছিল গেটম্যান তাপস মল্লিক (৪০)। এমন ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তারপর খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। 


রেলের আরপিএফ এবং জিআরপি ঘটনাস্থলে এসে উদ্ধার করে রেলকর্মীর দেহ। জানা যায়, নলিকাটা দেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পুরো রেলট্র‍্যাকে ছিল তাজা রক্তের ছাপ স্পষ্ট। এমনকী রেলগেটের অফিস ঘরেও ধস্তাধস্তির ছবি স্পষ্ট বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সারা ঘরেও রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে জানান হয়েছে। 


সোমবার অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এরপরই তদন্তকারীরা নিশ্চিত যে, রেলগেটের অফিসেই খুন করা হয় গেটম্যানকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে, রেলগেটে থেকে ২০০ মিটার দূরে ডোবা থেকে খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে জিআরপি ।


এসকে ১১১ নম্বর রেলগেটের গেটম্যান সঞ্জীব কুমার মজুমদার বলেন, আলিপুরদুয়ার পুলিশ এসে পুনর্নিমাণ করছে। আমরা চাই কঠোর শাস্তি। আলিপুরদুয়ার জংশন জিআরপির আইসি গোপাল চক্রবর্তী বলেন, "তদন্ত চলছে। পুনর্নিমান করলাম। থানার আইসিও ছিল।" জিআরপি সূত্রে খবর, খুনের ঘটনায় আরও একজন জড়িত বলে সন্দেহ। তাঁর খোঁজ চালানো হচ্ছে।