নয়াদিল্লি: আজ তাঁর জন্মদিন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া (Social Media) ভাসছে শুভেচ্ছাবার্তায় (Birthday Wishes)। শুধু অনুরাগীরাই নন, জন্মদিনে সলমন খানকে (Salman Khan) শুভেচ্ছা জানিয়েছেন একাধিক টিনসেল তারকা। বাদ পড়েননি অভিনেত্রী ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)। এদিন নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে সলমনকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাট। লিখেছেন একটি মিষ্টি নোটও।
সোশ্যাল মিডিয়ায় একাধিক তারকা সলমনকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু নজর কেড়েছে তাঁর প্রাক্তন প্রেমিকা ও সদ্য বিবাহিতা ক্যাটরিনা কাইফের শুভেচ্ছাবার্তা। এদিন ইনস্টাগ্রামে সলমনের একটি ছবি দিয়ে ক্যাটরিনা লেখেন, 'সলমন, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আশা করি যেন তোমার ভালবাসা আলো ও প্রতিভা চিরকাল তোমার সঙ্গে থাকে।'
জন্মদিনের আগেই হাসপাতালে ভর্তি হন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। নিজের খামারবাড়িতে সাপে কামড়ায় অভিনেতাকে। ভর্তি করা হয় হাসপাতালে। গতরাতেই খবর আসে আগের থেকে অনেকটাই ভাল আছেন সলমন। আজ তাঁর জন্মদিনের সকালে অনুরাগীদের জন্য খুশির খবর। 'আমি এখন ভাল আছি,' নিজেই জানালেন বার্থডে বয়।
আরও পড়ুন: Swastik Sanket Poster: প্রকাশ্যে পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবি 'স্বস্তিক সংকেত'-এর পোস্টার
সংবাদ সংস্থা এএনআইকে (ANI) সলমন খান জানান, 'আমার খামারবাড়িতে একটা সাপ ঢুকেছিল, আমি লাঠি দিয়ে সেটাকে বাইরে নিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে সেটা আমার হাতের কাছে চলে আসে। আমি তখন সাপটাকে ছেড়ে দেওয়ার জন্য ধরি, আর তখনই সাপটি আমাকে তিনবার ছোবল দেয়। বিষধর সাপ ছিল। ৬ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি করা হয় আমাকে... এখন আমি ভাল আছি।'
শনিবার রাতে পানভেলে তাঁর খামারবাড়িতে দুর্ঘটনার মুখে পড়তে হয় সলমন খানকে। জানা যায়, সলমনকে যে সাপ কামড়ায় তা খুব একটা বিষধর নয়। তাই কামড়ের প্রভাব খুব একটা বেশি হয়নি। তবে সাপে কামড়ানোর কথা জানার পরই সলমনকে নবি মুম্বইয়ের কামোটে এলাকার এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়।