অরিন্দম সেন, আলিপুরদুয়ার: প্রায় ১ সপ্তাহ ধরে চলছে কর্মবিরতি (Strike)। আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতকে জেলা আদালতের স্বীকৃতির দাবিতে অনড় আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন (Alipurduar Bar Association)। আন্দোলনে ঝাঁঝ বাড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন, শাসক ও বিরোধী দলের রাজনৈতিক সমর্থনে গঠিত হল নাগরিক কনভেনশন। 


জেলা আদালতের স্বীকৃতির দাবি


জেলার স্বীকৃতি পাওয়ার পর কেটে গেছে আট আটটা বছর। কিন্তু, এখনও জেলা আদালতের স্বীকৃতি পায়নি আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। তা থেকে গিয়েছে মহকুমা আদালতের পর্যায়েই। 


এই পরিস্থিতিতে সোমবার কর্মবিরতিতে নেমেছে আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন। এবার স্বেচ্ছাসেবী সংগঠন, শাসক ও বিরোধী দলের রাজনৈতিক সমর্থনে নাগরিক কনভেনশন গড়ে তুলে আন্দোলন আরও জোরালো করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। 


সব পক্ষের সমর্থন


আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুহৃদ মজুমদার বলেন, 'দলমত নির্বিশেষে সকলে এই আন্দোলনকে সমর্থন করেছে। এই আন্দোলন আইনজীবীদের নয়, জনগণের। একটি মঞ্চ গঠন করে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে। যতক্ষণ ইতিবাচক প্রতিক্রিয়া না পাব ততক্ষণ এই আন্দোলন চলবে। কার্শিয়াং ও আসানসোলে, আলিপুরদুয়ারের চেয়েও কম পরিকাঠামোয় জেলা আদালত হয়েছে।'


আন্দোলনকারীদের দাবিকে সমর্থন করলেও, কর্মবিরতির পথ থেকে সরে আসার পরামর্শ দিয়েছে রাজ্য বার অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য গৌতম দাস বলেন, 'ওঁদের দাবি সমর্থনযোগ্য। তবে কর্মবিরতি থেকে সরে আসতে বলব।'


আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদারের কথায়, 'আমরা পাশে আছি। তবে কর্মবিরতি পুনর্বিবেচনা করা উচিত।'


অন্যদিকে আলিপুরদুয়ারের বিজেপির সভাপতি ভূষণ মোদকের কথায়, 'আমরাও দাবি সমর্থন করছি।'


আরও পড়ুন: Kolkata: লেডি ডাফরিন হাসপাতালের নার্সকে 'শ্লীলতাহানি'র অভিযোগে কাঠগড়ায় চিকিৎসক


আইনজীবীদের কর্মবিরতিতে সমস্যায় পড়েছেন দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। তবে, হয়রানির শিকার হলেও কেউ কেউ আইনজীবীদের দাবিকে সমর্থনও করেছেন। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, এখানকার মাদক মামলা, অভিভাবকত্ব মামলা সহ একাধিক মামলার জন্য এখনও জলপাইগুড়ি জেলা আদালতে যেতে হয়। এখন আলিপুরদুয়ারে জেলা আদালত কবে হয়, সেটাই দেখার।