অরিন্দম সেন, আলিপুরদুয়ার: হাতির হানায় প্রাণ গেল চা-বাগান শ্রমিকের (Elephant Attack)। তাতে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারে (Alipurduar News)। হাতির মুখে পড়ে বেঘোরে মৃত্যু হয়েছে এক মহিলারা (Woman Dead)। তাতে ক্ষুব্ধ স্থানী.রা। বন দফতরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

আলিপুরদুয়ারে হাতির হানায় মৃত্যু মহিলার

শুক্রবার সন্ধেয় আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার মুজনাই চা বাগানের ঘটনা। মৃত মহিলার নাম মালো গঞ্জু। তিনি চা বাগানের ৫ নম্বর লাইনের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় ম্যানেজারের বাংলো থেকে ঘরে ফিরছিলেন ওই যুবতী। সেই সময় হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাঁকে আক্রমণ করে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর। 

আরও পড়ুন: North 24 Parganas News : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে

বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দেহটি উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়েন বন দফতরের আধিকারিকরাও। বন দফতরের মাদারিহাচ রেঞ্জ সূত্রে জানানো হয়েছে, মৃতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। 

বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা

কিন্তু স্থানীয়দের অভিযোগ, এলাকায় হাতির হানা লেগেই রয়েছে। সন্ধের পর হাতির ভয়ে বাড়ি থেকে বেরনোই যায় না পর পর মাদারিহাটে এমন মৃত্যুর ঘটনা সামনে এসেছে। হাতির হানা রুখতে পাকাপোক্ত ব্যবস্থার দাবি তুলছেন তাঁরা। যদিও বন দফতর জানিয়েছে, হাতির হানা রুখতে টহল চলছে তাদের।

অন্য দিকে, সম্পত্তি নিয়ে বিবাদের (Propert Dispute) জেরে কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ সূত্রে দাবি, সম্পত্তি নিয়ে ৬০ বছরের কাকার সঙ্গে বিবাদ চলছিল ভাইপোর। বচসার সময় ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিয়ে কাকার সঙ্গে বিবাদ চলছিল, ভাইপো মহম্মদ আখতার আলমের। শুক্রবার সকালে ফের বচসা বাধে তাঁদের। অভিযোগ, এরপর বাড়ির সামনের রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে কাকাকে এলোপাথাড়ি কোপ মারেন ভাইপো। বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে, মহম্মদ আসলামকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। নিহতের ভাইপোকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ।