রঞ্জিত সাউ, কলকাতা: চাকরি (job) পাইয়ে দেওয়ার নাম করে ফের প্রতারণার (fraud) অভিযোগ উঠল। নেপথ্যে এক চক্রের হদিশ। ২ মহিলা সহ চক্রের মোট তিনজনকে গ্রেফতার করেছেন ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police Station)।


চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ


চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোহে ২ মহিলা সহ চক্রের মোট তিন জনকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ।


পুলিশ সূত্রে খবর, বিভিন্ন ব্যক্তিকে ফোন করে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত প্রতারকদের তরফে। এবং সেই কথা বলেই তাঁদের থেকে ধাপে ধাপে টাকা নিয়ে প্রতারণা করত এই চক্র। ইকোপার্ক থানার পুলিশের কাছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল। এরপরই পুলিশ তদন্তে নামে। তদন্তে নিউ টাউন নোয়াপাড়া এলাকার একটি অফিস থেকে ২ মহিলা সহ মোট তিন জনকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে। পুলিশ তদন্ত করবে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, থাকলেও তারা কে, তাদের উদ্দেশ্য কী।                                                                             


একদিকে যখন চাকরির দাবিতে কলকাতার রাস্তায় একটানা ধরনায় বসে রয়েছেন শত শত চাকরিপ্রার্থী। তখন চাকরির আশাতেই প্রতারণার শিকার একাধিক মানুষ। দিন কয়েক আগে শহর কলকাতায় আরও এক প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়। খাস কলকাতায় অফিস খুলে চাকরি দেওয়ার নামে চলছিল প্রতারণা। বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে। দমদমের নাগেরবাজার থানার দ্বারস্থ হন প্রায় ৭০০জন। নাগেরবাজার থানায় বিক্ষোভ দেখালেন প্রতারিতরা।         


আরও পড়ুন: Suvendu Adhikari: 'ট্রাফিক আইন ভাঙার অভিযোগ', লালবাজারে ১১ হাজার টাকা ফাইন দিলেন শুভেন্দু            


স্থানীয় সূত্রে খবর, মাস দুয়েক আগে দমদমের ঘোষপাড়ার বহুতলে তিনতলার একটি ঘর ভাড়া নিয়ে অফিস খোলে সাইবা কনসালটেন্সি নামের এই সংস্থা। ইরাকে চাকরি দেওয়া হবে বলে অনলাইনে বিজ্ঞাপনও দেয় এই সংস্থা। অভিযোগ, চাকরি চেয়ে যোগাযোগ করলেই কারও থেকে ২০ হাজার, কারও ২৫ হাজার টাকা করে নেওয়া হত। এমনকী, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে ভুয়ো পাসপোর্ট, ভিসাও তৈরি করে দেওয়া হয় চাকরিপ্রার্থীদের। তারপর আচমকাই যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় তাদের সঙ্গে।