সুদীপ চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর: শান্তিনিকেতনের (Shantiniketan) পর এবার বালুরঘাট (Balurghat)। ফের নাবালককে অপহরণ করে খুনের অভিযোগ। শিশুর দেহ উদ্ধার ঘিরে বালুরঘাটে ধুন্ধুমার কাণ্ড। ঘুড়ি (kite) কিনে দেওয়ার নাম করে শিশুকে অপহরণ (Child Kidnap) করার অভিযোগ উঠছে। শনিবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল শিশুটি। এরপর প্রতিবেশী যুবকের বাড়ির পাশ থেকে শিশুর নিথর দেহ উদ্ধার হয় বলে খবর। উত্তপ্ত এলাকা।


বালুরঘাটে উদ্ধার শিশুর দেহ, ধুন্ধুমার


শিশুর দেহ উদ্ধার ঘিরে বালুরঘাটে ধুন্ধুমার। শনিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল শিশুটি। ঘুড়ি কিনে দেওয়ার নাম করে অপরহরণের অভিযোগ। অপহরণে অভিযুক্ত প্রতিবেশী যুবকের বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে শিশুর দেহ।


রবিবার ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ‘ঘুড়ি নিয়ে ঝামেলার জেরে খুন করা হয়েছে। খুন করে দেহ খালে ফেলে দেয় অভিযুক্ত। ওই অভিযুক্ত ও তাঁর বাবা, মা, বোন সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে’।


রবিবার শিশুর দেহ উদ্ধারের পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর চালানো হয়, জিনিসপত্রে ধরিয়ে দেওয়া হয় আগুন। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করে থানা ঘেরাও করলেন এলাকার বাসিন্দারা। 


স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে প্রতিবেশী যুবক মানস সিংহের একটি ঘুড়ি ছিঁড়ে ফেলে ওই নাবালক। নতুন ঘুড়ি কেনার নাম করে তাকে সঙ্গে নিয়ে যান মানস। তারপর আর বাড়ি ফেরেনি সে। রাতভর বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান মেলেনি। পুলিশ সূত্রে খবর, মানসের বোন মানসীর সঙ্গে শনিবার রাতে ওই নাবালককে শেষ দেখা গিয়েছিল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। নাবালক নিখোঁজ হওয়ার ঘটনা জানাজানি হতেই গা ঢাকা দেন মানস ও তাঁর পরিবারের সদস্যরা। রবিবার সকালে বালুরঘাট থানায় মিসিং ডায়েরি করে পরিবার। রবিবার সন্ধ্যায় অভিযুক্তর বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার হয় বালকের বস্তাবন্দি দেহ। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা।


আরও পড়ুন: TMC : 'মেরে পঞ্চায়েত নিতে চাই না', হিংসাবিহীন নির্বাচনের ডাক তৃণমূল নেতৃত্বের; উঠল দুর্নীতির প্রসঙ্গও


এদিন শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।