সন্দীপ সমাদ্দার, ঝালদা: ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (Jhalda Block Primary Health Center) থেকে মেশিন চুরির অভিযোগ। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় ঝালদা থানায় (Jhalda Police Station)।


জানা যায়, খোয়া গিয়েছে প্রায় লক্ষাধিক টাকা দামের পিসি ওয়ার্কস্টেশন (পিসি ওয়ার্কস্টেশন ) এবং ইন্টারকানেকটিং ক্যাবল (Interconnect Cable)। এই সরঞ্জাম দেখভালের দায়িত্বে ছিলেন রেডিও ডায়াগনোসিস (Radio Diagnosis) সেলিমা সরেন। জানা যায়, হাসপতালের এক্সরে রুমে  (X-Ray Room) ছিল এই মেশিন। গত মাসের ৯ তারিখ থেকে এই মেশিনটির খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরই হাসপতালের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বি এম ও এইচ (BMOH) দেবাশিস মণ্ডল স্থানীয় ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে সেলিমা সোরেনকে বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কারণ এই মেশিন দেখভালের দায়িত্বে ছিলেন সেলিমা সোরেনই।


যায় বিরূদ্ধে অভিযোগ সেই সেলিমা সরেন অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কুণাল কান্তি দে । এদিকে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত সরকারি জিনিসপত্র চুরি যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা বিষয়ে উঠছে প্রশ্ন। ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছেন, তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ।


উল্লেখ্য, গত বছর বড়দিনের রাতে হাওড়ার উলুবেড়িয়ায় খোদ পুলিশ কর্মীর বাড়িতে চুরি হয়। যদুবেড়িয়া এলাকায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বড়দিন উপলক্ষে সপরিবারে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দেশের বাড়িতে যান পুলিশ কর্মী। পাশের বাড়িটিও ফাঁকা ছিল। অভিযোগ, ঘটনার আগের রাতে দুটি বাড়িতে ঢুকে আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। এরপর পরের দিন সকালে চুরির ঘটনা সামনে আসে। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ।


আরও পড়ুন: Covid Update: সঙ্কটে কোভিড যোদ্ধারাই, উদ্বেগের একই ছবি নদিয়া, মুর্শিদাবাদ থেকে মালদায়