করুণাময় সিংহ, মালদা: ফের মালদা। তৃণমূল নেতা, কর্মীকে খুনের পর এবার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার অভিযোগ উঠল। বিধায়কের দাবি, তাঁর প্রাণনাশের চেষ্টা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ মালদা-মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রর গাড়িকে ধাক্কা মারে একটি গাড়ি। বিধায়কের গাড়ি চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অভিযোগ, সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে বিধায়কের গাড়িকে ধাওয়া করে। আতঙ্কিত তৃণমূল বিধায়ক এরপর ইংরেজবাজারের জনবহুল এলাকায় গাড়ি থামিয়ে পুলিশকে ফোন করেন। তাঁকে খুন করার চেষ্টা হয়েছিল বলে আশঙ্কা করছেন মানিকচকের তৃণমূল বিধায়ক। কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল, খতিয়ে দেখছে মানিকচক ও ইংরেজবাজার থানার পুলিশ।
নতুন বছরের শুরু থেকেই একের পর এক ঘটনা ঘটে চলেছে মালদায়। গত ২ জানুয়ারি তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকারকে খুন করা হয়। এই ১২ দিনের মাথায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ২ জন। গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূলের কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুরের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তাঁর সঙ্গী। তৃণমূল কর্মী জাকির শেখের লোকজন গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।গুলিবিদ্ধ ২ জনকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় কালিয়াচকের নয়া বস্তি এলাকায় রাস্তার শিলান্যাসে গিয়ে গুলিবিদ্ধ হন তৃণমূলের অঞ্চল সভাপতি। কয়েকজন দুষ্কৃৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে বলে অভিযোগ। তৃণমূল নেতার শরীরে একাধিক গুলি লেগেছে। স্থানীয় সূত্রে খবর, অঞ্চল সভাপতি বকুল শেখের সঙ্গে তৃণমূল কর্মী জাকির শেখের দীর্ঘদিনের বিবাদ। তার জেরেই এই হামলা বলে স্থানীয়দের দাবি।
এদিকে নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার দিনেই নৈহাটিতে তৃণমূলকর্মীকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অক্ষয় গন্দ মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক। FIR-এ তার নাম আছে। যদিও রাজেশের খোঁজ এখনও মেলেনি। অন্যদিকে, গতকাল দায়িত্বভার
নিয়েই আজ সকালে নৈহাটি থানায় যান ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তদন্তের অগ্রগতি জানতে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ধৃতকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, গৌরীপুর কুলি লাইনের দখল নিয়ে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের সঙ্গে বিজেপি কর্মী রাজেশ সাউয়ের বিবাদ চলছিল। এর আগে ২০১৯ সালে রাজেশকে গুলি করার অভিযোগ ওঠে সন্তোষের বিরুদ্ধে। এলাকার দখল এবং বদলা নিতেই সন্তোষকে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
আরও পড়ুন: Budget 2025: টানা আটবার বাজেট পেশ, রেকর্ড গড়লেন মোদি মন্ত্রিসভার অর্থমন্ত্রী