কৃষ্ণেন্দু অধিকারী, সঞ্চয়ন মিত্র ও রঞ্জিত সাউ, কলকাতা: দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে বাধা পাওয়ার অভিযোগ। তার জেরে প্রকাশ্যে তৃণমূলের ছাত্র পরিষদে অন্তর্দ্বন্দ্বের ছবি। ঘটনাস্থল আলিয়া বিশ্ববিদ্যালয়। সংগঠনের বিরুদ্ধে ক্ষোভের জেরে পদত্যাগ করলেন বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়া তৃণমূল ছাত্র পরিষদের একাধিক সদস্য়। ক্ষোভ জানিয়ে একসঙ্গে পদত্যাগ বিশ্ববিদ্যালয়ের  পার্কসার্কাস এবং নিউটাউন ক্যাম্পাসের TMCP-এর একাধিক পদাধিকারী এবং সদস্য।


দুর্নীতির প্রতিবাদে বাধা?
নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে বছর খানেক ধরে তোলপাড় রাজ্য। ওই ঘটনায় অভিযুক্ত হয়ে জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে একাধিক প্রাক্তন শিক্ষাকর্তা। গ্রেফতার হয়েছেন একাধিক তৃণমূল বিধায়কও। এই আবহেই এবার দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে বাধা পাওয়ার অভিযোগে পদত্য়াগ করলেন তৃণমূল ছাত্র পরিষদের আলিয়া বিশ্ববিদ্য়ালয় ইউনিটের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্য়ক্ষ, এক্সিকিউটিভ মেম্বার সহ মোট ৫২ জন পদাধিকারী ও সদস্য়। নিজেদের সই করা পদত্য়াগপত্র সোমবার তৃণমূলের রাজ্য় সভাপতি তৃ্ণাঙকুর ভট্টাচার্যর কাছে পাঠিয়েছেন পার্কসার্কাস ও নিউটাউন ক্য়াম্পাসের টিএমসিপির পদাধিকারী ও সদস্য়রা। পদত্য়াগীদের অভিযোগ, আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের দুর্নীতি নিয়ে মুখ খুলতে গেলে বাধা দিচ্ছেন টিএমসিপির উর্ধ্বতন নেতৃত্ব। আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের নিউটাউন ক্য়াম্পাস। অভিযোগ সেখানে এখনও সংস্কার হয়নি। তা নিয়েও সরব হয়েছেন তাঁরা। হস্টেলের পরিকাঠামোর দুরবস্থা নিয়েও অভিযোগ করেছেন পদত্য়াগীরা।  


এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, 'নিজেদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। সাংগঠনিক ব্য়াপার আমরা সাংগঠনিকভাবেই দেখে নেব। সারা বছর ধরেই ভুল বোঝাবুঝি এক সংসারে থাকলে হয়। খুব বড় ব্য়াপার নয়। আমি দেখে নেব। ভুল বোঝাবুঝি হতেই পারে। আমি আলাদা করে সবার সঙ্গে কথা বলে নেব।'


এদিকে, শাসক দলের ছাত্র সংগঠনের অন্দরে এই বিদ্রোহের আবহেই আলিয়া জোড়ো কর্মসূচি নিচ্ছেন বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র ছাত্রীরা। টিএমসিপি নেতৃত্বের বিরুদ্ধে আঙুল তুলে বিশ্ববিদ্য়ালয়ের দুই ক্য়াম্পাসের নব্বই শতাংশ পদাধিকারী ও সদস্য় পদত্য়াগ করেছেন। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। 


কদিন আগেই পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে বিপুল আসনে জিতেছে তৃণমূল। তারপরেই ২১ জুলাইয়ের সভাও বড় আকারে হয়েছে। আগামী লোকসভা ভোটে বিজেপিকে টক্কর দেওয়ার জন্য ঘর গোছাচ্ছে তৃণমূল। এই আবহেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির মধ্যে এমন ঘটনায় শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন: 'একবছর বিনা বিচারে আছি', নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার মমতার হস্তক্ষেপ দাবি পার্থর