প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, কলকাতা: নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে আবেদন জানালেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সূত্রের খবর, এদিন আদালত চত্বরে ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, যখন চাকরি হয়েছে, আমি তো তখন শিল্প মন্ত্রী ছিলাম। অনেকেই জেলের বাইরে আছে।
নিয়োগ দুর্নীতিতে ধৃত ও প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, 'আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব নির্দোষ প্রমাণিত করতে গেলে যে লেবেল প্লেয়িংফিল্ড দরকার আমি সেটা চাই, আমি নির্দোষ আমি নির্দোষ।'
রবিবারই, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ে জেলযাত্রার বর্ষপূর্তি ছিল। সোমবার, হেফাজতের মেয়াদ শেষে তাঁকে ফের আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, এদিন আদালত চত্বরে ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, তিনি কি মনে করেন আরও কেউ আছে, যিনি জেলের বাইরে আছেন? পার্থ চট্টোপাধ্যায় জানান, হ্যাঁ অনেকেই আছে। যখন চাকরি হয়েছে, আমি তো তখন শিল্প মন্ত্রী ছিলাম। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও, কারও নাম বলতে চাননি তিনি।
সূত্রের দাবি, এদিন ঘনিষ্ঠমহলে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকা নিয়োগ দুর্নীতির নয়। পাশাপাশি তিনি বলেন, যাঁর ফ্ল্যাটে টাকা পাওয়া গেছে, তাঁর বিচার হোক। গতবার যে একুশে জুলাইয়ের মঞ্চে যে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গেছিল, এবারের মঞ্চে তাঁর নাম পর্যন্ত উচ্চারণ করেনি তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর, সেই প্রসঙ্গে এদিন ঘনিষ্ঠ মহলে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, আমার নাম নেওয়া হয়নি, আমি খুশি হয়েছি। এত বড় মঞ্চে নাম বললে বিপদ হত। আমি দেখিনি ২১ জুলাই যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের বাড়ির লোক চাকরি পেয়েছে। আমার নিজস্ব আবেদন তাঁদের যাতে চাকরি হয়। আমি কোনও নিয়োগ কর্তা বা সুপারিশ কর্তা নয়। আমায় এক বছর ধরে কেন আটকে রেখেছে। টাকা কি আমার? কোথায় রিজার্ভ ব্যাঙ্কের টাকা দেখিয়ে ইডি বলছে আমার টাকা। পুরোটাই গট আপ।
আরও পড়ুন, 'ভোলে বাবা পার করেগা', তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষাধিক ভক্তের ভিড়
এদিকে এই প্রেক্ষিতে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'উনি অভিমান করেছেন । এক বছর হয়ে গেলো বন্দি রয়েছেন। কোথায় বন্দী মুক্তি কমিটি কোথায় তৃণমূলের নেতারা। সিপিআইএম আমলে বন্দী মুক্তি কমিটির নীতি ছিল । এখন তৃণমূলের আমলে সেসব নেই ।মুখ্যমন্ত্রী কে জিজ্ঞেস করুন আপনার আমলে কতো জন রাজনৈতিক বন্দীদের মুক্তি হয়েছে। হয় পার্থ চট্টোপাধ্যায় রাজসাক্ষী হয়ে যান সব স্বীকার করে । মমতা বন্দ্যোপাধ্যায় ফেল। পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক বন্দী নয় । ক্রিমিনাল কেস এ যুক্ত। কত চাকরি চুরি হয়েছে বলে দিন।'
খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধীদের নতুন জোট ইন্ডিয়া নিয়ে উচ্ছ্বসিত, তখন পার্থ চট্টোপাধ্যায়ের গলায় কি এ নিয়ে কটাক্ষের সুর শোনা গেল? পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, 'সকাল থেকে শুনে যাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়া। আমার মনে হয় যা ভারত তাই ইন্ডিয়া'।
এদিন, জামিনের আবেদন খারিজ করে ৭ আগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত নির্দেশ দিয়েছে আদালত।