শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) ঘুটিয়ারি শরিফে বোমাবাজি। তৃণমূলের (TMC) এক বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বুথ সভাপতি (Booth President)।


ঘুটিয়ারি শরিফে বোমাবাজি


দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর অঞ্চলের দক্ষিণ মাকালতলা গ্রামের ঘটনা। বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পান বুথ সভাপতি ও তাঁর পরিবার। গতকাল রাতে ঘটনা ঘটেছে মাকালতলা গ্রামে। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী রাত ১২টা নাগাদ বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়ে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। তখন বাড়িতেই ছিলেন তৃণমূলের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২০ নম্বর বুথের সভাপতি হাফিজুল রহমান লস্কর। জানালায় বোমা পড়ে কাচ ভেঙে যায়। পরে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির বড় পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। এখনও কেউ ধরা পড়েনি।  


সাত সকালে বাস দুর্ঘটনা


রাতের শহরে দুর্ঘটনার পর এবার সাত সকালে দু’টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল শহরে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল পৌনে ৮টা নাগাদ পুলিশ ট্রেনিং স্কুলের সামনে বারাসাত-বি গার্ডেন রুটের দুটি বাস রেষারেষি করছিল। অভিযোগ, সেই সময় একটি বাস এক পথচারীকে ধাক্কা মারে। তিনি গুরুতর আহত হন। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই বাসের চালককে আটক করেছে।  


আরও পড়ুন: Mamata Banerjee: 'হিন্দু-মুসলিম দাঙ্গা করে না, দাঙ্গা করে কিছু লোভী নেতা', বললেন মমতা


ঘটনাটি ঘটে বারাসাত থেকে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার পথে ওই রুটেরই দুটি বাসের রেষারেষির ফলে। পিটিএসের সামনে এক ব্যক্তি রাস্তা পার করছিলেন সেই সময়। আর তখনই তাঁকে ধাক্কা মারে একটি বাস। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে ওই ব্যস্ত রাস্তার যান চলাচলের গতি বেশ কিছুক্ষণের জন্য ধীর হয়ে যায়।